প্রকাশ্যে সত্যি, মিশকা বদলেছে রিপোর্ট, সব জেনে গেছে সূর্য! টিভির আগেই ফাঁস মহা ধামাকা পর্ব

স্টার জলসার(Star Jalsa) তুরুপের তাস ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। প্রত্যেক সপ্তাহে টিআরপিতে(TRP) ছক্কা মারছে এই সিরিয়াল। দীর্ঘদিন ধরে একঘেয়ে গল্প দেখানোর পরেও দর্শকেরা নিয়মিত দেখছেন অনুরাগের ছোঁয়াকে। এর কারণ প্রত্যেক পর্বেই এত সুন্দর টুইস্ট রাখেন নির্মাতারা যার জন্য প্রত্যেকদিন নির্দিষ্ট সময় টিভির সামনে বসে পড়েন দর্শকেরা।

দীর্ঘ প্রতীক্ষার পর সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে। সমস্ত সত্যিই প্রকাশ্যে এসেছে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন দর্শকেরা। দীর্ঘদিন ধরে একঘেয়ে গল্প দেখানোর ফলে বিরক্ত হয়ে পরে দর্শকেরা। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই সিরিয়াল বন্ধ করার আলোচনা করেন নেটিজেনরা। তাই দর্শকদের মন রাখতে অবশেষে এই ধারাবাহিকে বহু প্রতীক্ষিত ট্র্যাক নিয়ে আসা হয়েছে।

সূর্য এবার ডিএনএ টেস্ট করে জানতে পেরেছে যে সোনা এবং রুপার বায়োলজিকাল বাবা সূর্য। দীপা তাকে কোন মিথ্যে কথা বলেনি। তাই দীপার কাছে বারে বারে ক্ষমা চেয়ে দীপা ও তার দুই মেয়েকে সেনগুপ্ত পরিবারে নিয়ে এসেছে সূর্য। এখন সেনগুপ্ত পরিবারে খুশির হাওয়া। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখে দিন কাটাতে চাইছে সূর্য। যদিও এই সুখ বেশি দিনের নয়। খুব শীঘ্রই আবার মারাত্মক প্ল্যান করে সবকিছু লন্ডভন্ড করতে আসছে মিশকা।

দীপার প্রতি সূর্যের ভালোবাসা এবং যত্নশীলতা দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে মিশকা। তাই আবার সূর্যের কান ভাঙাতে গেলে সূর্য তাকে স্পষ্ট জবাব দেয় যে সে তার স্ত্রী এবং মেয়েদের বিষয়ে কোনো খারাপ কথা শুনবে না। এরপর মিশকা জানতে পেরে যায় যে সূর্য ডিএনএ টেস্ট করে যে সমস্ত সত্যি সামনে এসে গেছে।

সূর্য মিশকাকে বলে যে তুই তো প্রত্যেক বার আমাকে রিপোর্ট এনে দিয়েছিস, যতবার আমি টেস্ট করেছিলাম কিন্তু কোন বার রিপোর্টে পজেটিভ আসেনি। এটা কি করে সম্ভব? এই কথায় মিশকার মুখ শুকিয়ে যায়, এমনকি কথা বলা বন্ধ হয়ে যায়। এবার সূর্যের প্রশ্নের উত্তর কিভাবে সামাল দেবে মিশকা? নাকি আবার নতুন কোনো ফন্দি করে এইবারও বেঁচে যাবে সে?

Papiya Paul

X