পাহাড়ের কোলে অপরূপ সুন্দর ‘রামধনু ফলস’, এই অজানা লোকেশনে গেলে চোখ জুড়িয়ে যাবে

নিউজশর্ট ডেস্কঃ আর এক দার্জিলিং(Darjeeling) নয়, এবার পাহাড়ে ঘুরতে গেলে একেবার অন্যরকমভাবে ছুটি কাটাতে পারেন। এই অজানা লোকেশানে(Offbeat Location) একবার গেলে আর ফিরতে মন চাইবে না আপনার।  দার্জিলিংয়ে যদি ঘুরতে যান তাহলে আপনার সাইড সিন দর্শনের জন্য একদম অন্যরকমভাবে প্ল্যান করে নিতে পারেন।

আজকের এই প্রতিবেদনে দার্জিলিংয়ের একদম ধারে কাছে অজানা এই লোকেশনর সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন। এই অফবিট লোকেশনটির নাম ‘ইন্দ্রানী ফলস'(Indrani Falls)। এখানে এলে রামধনু ছুয়ে যাবে আপনাকে। এই রামধনু সবসময় দেখতে পাওয়া যায় বলে জায়গাটিকে অনেকে রামধনু ফলস বলেও চিনে থাকে। এখানে সূর্যের আলো পড়লেই রামধনু তৈরি হয়ে যায়।

যে কোন ঋতুতেই গেলে আপনি এই রামধনু দেখতে পাবেন। তবে বিশেষ করে বর্ষাকালে এই জায়গা আরো বেশি সুন্দর হয়ে পড়ে। এই ঝর্ণার ধারের চারিপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পর্যটকেরা যাতে ঝর্ণার কাছে পৌঁছতে পারে তার জন্য বিশেষভাবে রাস্তা তৈরী করা হয়েছে। এই জলপ্রপাত এতটাই সুন্দর যে আপনার নায়াগ্রা জলপ্রপাতের কথা মনে করে যাবে। চারিদিকে সবুজ বন এবং চা বাগানের মাঝে এই জলপ্রপাত যেন স্বর্গীয় দৃশ্য।

এটি দার্জিলিংয়ের একটি অন্যতম দর্শনীয় জায়গা কার্শিয়াং পেরিয়ে সোনাডা অঞ্চলের মিলিং বস্তিতে রয়েছে এই জলপ্রপাত। এখানে পৌঁছানোর জন্য আপনাকে এই সোনাডার মিলিং বস্তি থেকে কিছুটা ট্রেকিং করে পৌঁছাতে হবে। এখনো বহু মানুষই এই অজানা লোকেশান সম্পর্কে জানেন না, যার জন্য ভিড় অনেকটাই কম হয়। এবার দার্জিলিং ঘুরতে এলে যে কোন একদিন সময় করে অবশ্যই ঘুরে দেখতে পারেন ইন্দ্রানী ফলস।

Papiya Paul

X