TRP তুলতে বাচ্চা মেয়েকে মা বানাচ্ছেন নির্মাতারা! কমলার প্রেগন্যান্সির খবরে রেগে আগুন দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'(Kamala O Sreeman Prithwiraj) সিরিয়াল ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। এই সিরিয়ালের দুই খুদে তারকা, মানিক এবং কমলার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এই সিরিয়াল বাংলা চ্যানেলের সম্প্রচারিত হওয়া অন্যান্য সিরিয়ালগুলো থেকে একটু হলেও আলাদা। এখানে সাংসারিক জটিলতা রয়েছে তবুও কোথাও যেন এক আলাদা টুইস্ট ধরে রেখেছেন নির্মাতারা।

একদিকে দুই খুদে তারকা কমলা ওরফে অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জি(Ayanna Chatterjee) এবং পৃথ্বীরাজ ওরফে সুকৃত সাহার(Sukrit Saha) বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে পরিণত হয়ে যাবে তা তারা বুঝতে পারবে না। দুজনের মিষ্টি প্রেম এবং অন্যদিকে স্বদেশী আন্দোলনের টানটান উত্তেজনায় সিরিয়ালের গল্প একদম জমে ক্ষীর। জি বাংলার সদ্য শুরু হওয়া ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় টিআরপি তালিকায় ভালো জায়গা করতে পারছে না।

যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা জানেন যে সিরিয়ালে এখন বিরাট কান্ড চলছে। প্রত্যেক পর্বেই টানটার উত্তেজনা রাখছেন নির্মাতারা যাতে দর্শকেরা টিভির সামনে বসতে বাধ্য হন। তবে এর মধ্যেই এল নতুন খবর। যা শুনে চমকে উঠেছেন ভক্তরা। সূত্রের খবর বলছে, এবার নাকি খুব শীঘ্রই মা হতে চলেছে কমলা। এখন তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। এই খবর আসামাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে এই সিরিয়ালকে নিয়ে।

কেউ লিখেছেন, ‘কমলা ও মানিক তো বড়ই হলো না। তারা কিভাবে মা বাবা হতে পারে?’ আবার কেউ লিখেছেন, ‘ওই পুচকি বউটাকেও মা করলো, অসহ্যকর এ সিরিয়াল গুলো।’ প্রসঙ্গত, এই সিরিয়ালে অভিনীত কমলার বয়স মাত্র ১১ বছর। যদিও এই সিরিয়ালের এই বিষয়টি নিয়ে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি চ্যানেল কর্তৃপক্ষ। তাই আদৌই এটি গুজব নাকি সত্যি তা অবশ্য  আগামী দিনে বোঝা যাবে।

Papiya Paul

X