‘আমি তেলেগু সিনেমার লাকি চার্ম’, টলিউডে সম্মান না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন যিশু

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি এখন মুম্বাই নিয়ে বেশি ব্যস্ত থাকছেন। শুধু মুম্বাই বললে ভুল হবে টলিউডের পাশাপাশি বলিউড, তেলেগু সিনেমা, ওটিটি সব জায়গাতেই বিরাজমান বাংলার হার্টথ্রব যিশু সেনগুপ্ত(Jisshu Sengupta)। কাজল, রানী মুখার্জি, সামান্থা প্রভু এই নায়িকাদের সঙ্গে একটার পর একটা সিনেমাতে অভিনয় করছেন তিনি।

এবার তাকে দেখা যাবে একজন সিরিয়াল কিলারের ভূমিকায়। বহুদিনের মান অভিমান মিটিয়ে আবার সৃজিত মুখার্জির সঙ্গে ‘দশম অবতার’ ছবিতে কাজ করছেন তিনি। সম্প্রতি এই প্রসঙ্গে খোলামেলা আলোচনায় বসেছেন যিশু সেনগুপ্ত। তার ব্যস্ততা এতটাই তুঙ্গে যে তার ডেট পাওয়া খুব মুশকিল। তবে পুজোর আগে একটু সময় করে নিয়েছেন অভিনেতা। যদিও সামনাসামনি না থাকলেও ফোনে সবসময় তাকে পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন।

এতদিন পর সৃজিতের সঙ্গে কাজের প্রসঙ্গে যীশুকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘সৃজিতের থ্রিলারের একটা আলাদা আবেদন অবশ্যই আছে। ওর পুজোর ছবি আমি আগেও করেছি। তবে সৃজিতের সঙ্গে পুজোর ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং আমি। আবার ছবিটা থ্রিলার। এই চারটে দিক একসঙ্গে পুজোয় আসায় অবশ্যই একটা বিরাট ব্যাপার হয়েছে।’ যীশুর আর সৃজিতের মান অভিমানের পর্ব মিটিয়ে কিভাবে এই ছবির জন্য রাজি হলেন তিনি? এই প্রশ্নেরও স্পষ্ট জবাব দিয়েছেন যিশু।

reason behind the name of jisshu sengupta

অভিনেতার কথায়, স্বামী-স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া আটকানো সম্ভব নয়, এটাও তেমন সম্ভব নয়। মন কষাকষি থাকলেও দশম অবতারকে হ্যাঁ বলার পিছনে মূল কারণ হলো চিত্রনাট্য। ছবির গল্প এবং সেই গল্পে তার চরিত্রের গুরুত্ব কতটুকু সেটা বুঝে তবে তিনি ছবিতে সই করেন। যদি তার চরিত্র গুরুত্বপূর্ণ হয় তাহলে দুটো সিনের জন্য অতিথি শিল্পী হতেও রাজি হয়ে যান তিনি। এরপর তেলেগু সিনেমা ‘সীতারামনে’র কথার প্রসঙ্গ উঠলে অভিনেতা জানান, এই ছবিটি তিনি পরিচালকের অনুরোধে করেছিলেন। তার ছোট চরিত্রের জন্য তিন মাস পর্যন্ত অপেক্ষা করেছিল নির্মাতারা। এই ভালোবাসা এবং সম্মান তিনি ফিরিয়ে দিতে চাননি।

অভিনেতা স্পষ্ট বলেন, ‘তেলুগু ইন্ডাস্ট্রি আমায় ভাল অভিনেতা হিসাবে সেই সম্মানটা দেয়। আমি যে প্রযোজকের সঙ্গে এখন তিন নম্বর ছবি করছি, তারও একটা ছবিতে আমি অতিথি শিল্পী হিসাবে কাজ করেছি। কারণ, তিনি নাছোড়বান্দা ছিলেন। বলেছিলেন, আমি নাকি ওদের ‘লাকি চার্ম’!’ তেলেগু সিনেমা এত আন্তরিকতা দেখালেও বাংলা ইন্ডাস্ট্রির থেকে কি কখনো আন্তরিকতা পাননি যিশু? এক্ষেত্রে অভিনেতা স্পষ্ট জানালেন যে, এখানে তো আমায় সেভাবে কেউ অনুরোধ করেন না! (একটু ভেবে) তবে আমি এখানেও কিছু কিছু করেছি। যেমন ‘কিশমিশ’ করেছিলাম।’

এখন অভিনেতাকে যে কয়টি ছবিতে দেখা যাচ্ছে বেশিরভাগ ছবিতেই তার চরিত্র ধূসর। এই সবকিছুই কি পরিকল্পনামাফিক ‘ নাকি যেভাবে আসছে সেভাবেই নিজেকে তৈরি করছেন অভিনেতা? এর উত্তরে স্পষ্ট গুছিয়ে অভিনেতা বলেন, কখনো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করি না। অভিনেতারা শুধু শুধু পরিকল্পনা করে কি করবে? সেরকমভাবে তো স্ক্রিপ্ট আসতে হবে। না হলে আবার প্রযোজক হয়ে যেতে হবে! আমার কাছে অত পয়সা নেই যে নিজে প্রযোজনা করে নিজের মত ছবি করব। আর করলেই যে সেই ছবিগুলো চলবে এমনটা নয়।’অনেকেই এই মন্তব্য শুনে মনে করছেন যিশু হয়তো এই কথাটা প্রযোজক অভিনেতা দেব বা জিৎ কে কটাক্ষ করে বলেছেন। যদিও তিনি গোটা সাক্ষাৎকারে কারো নাম নেননি তিনি।

Papiya Paul

X