এই ব্যবসা শুরু করলে আর পিছনে ফিরে তাকাতে হবে না, প্রতি মাসে পকেটে ঢুকবে লাখ লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে স্মার্টফোন হল অন্যতম। যত দিন যাচ্ছে স্মার্টফোনের চাহিদা ততই বেড়ে চলেছে। বিভিন্ন কোম্পানিগুলো গ্রাহকদের আকর্ষিত করতে নিত্য নতুন ফিচার্স সমেত স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। যত বেশি প্রযুক্তি উন্নত হচ্ছে গ্রাহকেরা ততই বেশি এই ধরনের স্মার্টফোন কেনার জন্য আগ্রহী হচ্ছে।

আপনি চাইলে এই স্মার্টফোনের যন্ত্রাংশের ব্যবসা(Business) করে প্রচুর টাকা উপার্জন করতে পারেন। এই প্রতিবেদনে ফোনের যে কোন যন্ত্রাংশ বিশেষ করে টেম্পারড গ্লাসের ব্যবসা(Tempered Glass Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই ব্যবসা খুব অল্প বিনিয়োগে মোটা টাকা লাভের সুযোগ দেয়। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে টেম্পারড গ্লাসের মতো স্মার্টফোনের একাধিক জনপ্রিয় যন্ত্রাংশর ব্যবসা বেশ লাভজনক হয়ে উঠেছে।

টেম্পারড গ্লাস কি?
সাধারণ কাচের তুলনায় এই গ্লাস অনেক বেশি মজবুত হয়। নিয়ন্ত্রিত তাপ অথবা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটি তৈরি করা হয়। যখন এই টেম্পারড গ্লাস ভেঙে যায় তখন ছোট ছোট খন্ডের আকারে মোবাইল স্ক্রিনের উপরে ফাটল দেখা যায়। মোবাইলের স্কিনকে হুড়মুড়িয়ে ভেঙে দেয় না। যেটি আপনার ফোনকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই গ্লাস অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়। এনিলিড গ্লাসের তুলনায় এই টেম্পারড গ্লাস চার থেকে পাঁচ গুণ বেশি মজবুত হয়।

বর্তমানে যে কোন মোবাইল যন্ত্রাংশ উৎপাদনের ব্যবসা খুব সহজে শুরু করা যেতে পারে। অল্প জায়গার মধ্যেও এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। এর জন্য বিরাট অফিস ভাড়া করার প্রয়োজন হয় না। এই পণ্য আমদানি এবং রপ্তানির বিপুল সুযোগ-সুবিধা রয়েছে। আপনি চাইলে নিজের বাড়ি থেকেও টেম্পারড গ্লাস উৎপাদনে ব্যবসা শুরু করতে পারেন।

এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে অল্প পরিমান বিনিয়োগ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, আড়াই থেকে তিন লক্ষ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যায়। আপনি যদি সঠিকভাবে আপনার এই ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এর থেকে প্রত্যেক মাসে তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করা যাবে। অর্থাৎ আপনার বিনিয়োগ পুঁজি খুব তাড়াতাড়ি আপনার হাতে চলে আসবে।

Papiya Paul

X