এবার কমবে TRP! অনুরাগের ছোঁয়া থেকে সরে গেলেন এই প্রধান সদস্য, মন খারাপ সকলের

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে স্টার জলসা(Star Jalsa) চ্যানেলে যে কয়টি সিরিয়াল সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। শুধু জনপ্রিয় বললে ভুল হবে স্টার জলসার বেঙ্গল টপার এই সিরিয়াল। এই ধারাবাহিকের প্রত্যেক পর্বেই  থাকছে একটার পর একটা টুইস্ট। যার জন্য প্রতিদিন টিভির সামনে এই সিরিয়াল দেখতে বসে পড়েন দর্শকেরা।

এখানে সূর্য-দীপার অসাধারণ কেমিস্ট্রি থেকে খলনায়িকা মিশকার অভিনয় সবই পছন্দ দর্শকদের। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় সেরার জায়গা দখল করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। তবে শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, এই ধারাবাহিকের কলাকুশলীদেরও অনেক গুরুত্ব রয়েছে যার জন্য এত ভালো পারফরম্যান্স করে অনুরাগের ছোঁয়া। এবার যদি হঠাৎ করে শোনা যায় এই ধারাবাহিকের এক জনপ্রিয় ব্যক্তি এই ধারাবাহিক ছেড়ে চলে যায় সে তাহলে কি জনপ্রিয়তা একই রকম থাকবে?

এবার শোনা যাচ্ছে, এই ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন সিরিয়ালের অন্যতম জনপ্রিয় নায়ক! কিছুদিন আগে শোনা গিয়েছিল এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকা দিব্যজ্যোতি এবং স্বস্তিকার মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। আর তাই দুজনেই একে অপরকে আনফলো করেছেন। তবে কিছুদিন যেতে না যেতেই দুজনের বন্ধুত্ব আবার আগের জায়গায় ফিরে এসেছে। এমনকি দুজনে দুজনের জন্মদিনে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন।

এবার প্রশ্ন হল তাহলে কে অনুরাগের ছোঁয়া থেকে সরে যাচ্ছেন? যেকোনো ধারাবাহিক হোক কিংবা সিনেমা মূল দায়িত্ব থাকে পরিচালকের ওপর।পরিচালকের অসাধারণ পরিচালনায় যেমন সিরিয়াল টিআরপিতে ভালো রেজাল্ট করতে থাকে, তেমনি সিনেমাও দুর্দান্ত ব্যবসা করে। এই শোনা যাচ্ছে, এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন এই সিরিয়ালের মেরুদন্ড অর্থাৎ পরিচালক অনুপম হরি। তিনি স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-এর পরিচালনা করবেন বলে অনুরাগের ছোঁয়া ছেড়ে দিচ্ছেন। আর তার চলে যাবার খবরে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে টিমের মধ্যেও।

Papiya Paul

X