নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে ধারাবাহিকের(Bangla Serial) ভাগ্য পুরোটাই নির্ভর করে টিআরপির(TRP) ওপরে। আর টিআরপি নির্ভর করে সাধারণ মানুষদের ভালবাসার উপর। যেই সিরিয়াল দর্শকদের মন জয় করতে পারে সেটি যেমন দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলে ঠিক তেমনি যে সিরিয়াল দর্শকদের অপছন্দ সেটি তালিকায় জায়গা না পেয়ে খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়।
আর স্টার জলসা(Star Jalsa) এবং জি বাংলা(Zee Bangla) দুটো চ্যানেলই টিআরপি কম থাকলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হয় নির্মাতারা। তেমনি সম্প্রতি বেশ কিছু সিরিয়াল আবার শুরু হয়েছে। কিছুদিন আগেই স্টার জলসায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ‘লাভ বিয়ে আজকাল’, ‘জল থই থই ভালোবাসা’, ‘তোমাদের রানী’। এরপর আরো একটি ধারাবাহিক খুব শীঘ্রই শুরু হবে যেটির নাম ‘তুমি আশেপাশে থাকলে’।
তবে টিআরপি কম থাকলেও চ্যানেলগুলোতে এমন কিছু ধারাবাহিক থাকে যেগুলো দর্শকের খুব পছন্দের। তেমনই এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’। এই সিরিয়ালে অভিনীত অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকদের। সামাজিক কুসংস্কার, নারীদের প্রতি অন্যায় অত্যাচারের কাহিনীকে নিয়ে এই সিরিয়ালের গল্প গড়ে উঠেছে। কমলা এবং মানিকের লড়াইয়ের গল্প এই কাহিনীর মূল বিষয়বস্তু।
এই ধারাবাহিকের গল্প এবং অভিনয় দক্ষতা ভালো হলেও টিআরপি কম থাকায় এক্রোপলিসের সঙ্গে চ্যানেলের একটি চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এই ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য টাইম লিপ-এর কথা বলেছে চ্যানেল। এমন বহু ধারাবাহিক ছিল যেগুলো টিআরপি কম থাকায় টাইম লিপ করলে টিআরপি অনেকটাই বেড়ে গেছে। যেহেতু এই ধারাবাহিকটি একদম নতুন তাই এত তাড়াতাড়ি টাইম লিপ নেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছে প্রোডাকশন হাউজ।
তাই মনে করা হচ্ছে যে টাইম লিপ করা সম্ভব হবে না বলেই কম টিআরপির কারণে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ বন্ধ হতে পারে। এই ধারাবাহিকের বদলে সন্ধে সাড়ে ছ’টায় আরেকটি নতুন ধারাবাহিক আসতে পারে। এটিতে সোনামনি সাহাকে আবার দেখা যাবে। পৌরাণিক ধারাবাহিক ঐতিহাসিক কাহিনীর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আসন্ন ধারাবাহিক। জানা গিয়েছে অক্টোবর মাসের শেষের দিকে এই ধারাবাহিকটি সন্ধ্যে সাড়ে ছ’টায় সম্প্রচারিত হতে পারে। তবে চ্যানেল এখনো কিছু এই বিষয়ে জানায়নি।