নিউজশর্ট ডেস্কঃ এখন শুধু আর চাকরি নয়, চাকরির পাশাপাশি ব্যবসা(Business) করেও প্রচুর অর্থ উপার্জন করছেন মানুষজন। আপনিও যদি ব্যবসা করার কথা পরিকল্পনা করে থাকেন তবে আপনার জন্য বিশেষ সুযোগ রয়েছে। আজকের এই প্রতিবেদনে এমন একটি সুপারহিট ব্যবসার আইডিয়া(Business Idea) দেব যেখানে আপনি বাড়িতে বসেই মোটা টাকা উপার্জন করতে পারবেন।
বাড়ির সামনে যদি বেশ কিছুটা জায়গা থাকে কিংবা বাড়ির ছাদে যদি জায়গা থাকে তাহলে এই ব্যবসা শুরু করা যেতে পারে। এখানে আপনাকে তুলসী ফার্মিং ও ব্যবসার বিষয়ে আলোচনা করা হবে। ভারতের বাজারে তুলসী থেকে তৈরি পণ্যের প্রচুর চাহিদা আছে। তুলসী থেকে যেমন বিভিন্ন ওষুধপত্র তৈরি হয়, তেমনি বয়স্ক ব্যক্তিদের কাছে তুলসী গাছের চাহিদা প্রচুর। এই ব্যবসার মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করতে পারে ব্যবসায়ীরা।
আবার এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সাহায্য করা হবে। আপনার যদি পর্যাপ্ত পুঁজি না থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনা আওতায় কিছু টাকা লোন নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। মনে রাখবেন এক্ষেত্রে অর্থের যোগান হয়ে গেলে তুলসী চাষের প্রশিক্ষণ করা হয়। সরকারের নানা প্রশিক্ষণ কেন্দ্র থেকে অথবা অনলাইনে ভিডিও দেখে আপনি এই চাষ সম্পর্কে শিখে নিতে পারেন।
তুলসী গাছ প্রস্তুত হবার পর তার প্রথমে মাটিতে রোপন করা হয়। তুলসী গাছ লাগানোর প্রায় ১০০ দিন পরে সেটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায়। বাজারে তুলসীর বীজ এবং তেলের প্রচুর চাহিদা আছে। এছাড়া তুলসীর পাতার ভেষজ গুণ সম্পর্কে তো সকলেই জানে। এর জন্য আপনার বিশাল জায়গার প্রয়োজন হবে না। বাড়িতে জায়গা থাকলে আপনি সেখানেই চাষ করতে পারেন। এই ব্যবসাতে লাভের পরিমাণ প্রচুর। বিভিন্ন ধরনের কোম্পানিরা প্রচুর পরিমাণে তুলসী গাছ কিনে থাকে।আপনি এ ব্যবসা শুরু করলে প্রত্যেক মাসে লাখ টাকা উপার্জন করতে পারেন।