নিউজশর্ট ডেস্কঃ কয়েক মাস আগে জি বাংলার(Zee Bangla) পর্দায় শুরু হয়েছে ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) ধারাবাহিক। শুরু থেকেই টিআরপি তালিকায় খুব ভালো ফলাফল করতে না পারলেও এখন সিরিয়ালের(Bangla Serial) গল্প বেশ জমে উঠেছে। এবার এই সিরিয়ালের ভক্তদের জন্য রয়েছে একটি খারাপ খবর। পুজোর পরেই নাকি শেষ হয়ে যাবে এই সিরিয়াল! স্টার জলসাকে টেক্কা দেওয়ার জন্য নতুন পন্থা অবলম্বন করতে চলেছে জি বাংলা!
এবার থেকে শনি ও রবিবারের বদলে শুক্র ও শনিবার রাত সাড়ে ন’টা থেকে সম্প্রচারিত হতে চলেছে দাদাগিরি। তবে পুজোর পর নাকি আবার শনি এবং রবিবার দাদাগিরি চলবে। আসলে পুজোর পর ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলে দাদাগিরি স্লট আবার আগের জায়গায় পৌঁছে যাবে। ওইদিকে দাদাগিরির জন্য বৃহস্পতিবারই ধারাবাহিক শেষ করতে হচ্ছে ইচ্ছেপুতুলকে। এই দাদাগিরির জন্য সপ্তাহে পাঁচ দিনের বদলে চার দিন করে এই সিরিয়াল সম্প্রচারিত হবে।
পাঁচ দিন ধরে সম্প্রচারিত হওয়ায় স্টার জলসার অনুরাগের ছোঁয়াকে ভালই টেক্কা দিতে পারবে এই ধারাবাহিক। কিন্তু সম্প্রচার দিন কমিয়ে যাওয়ার এই ধারাবাহিকারে এগিয়ে নিতে চান না প্রোডাকশন হাউজ। লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় প্রোডাকশন হাউজ অর্গানিক স্টুডিওর দ্বারা এই ইচ্ছেপুতুল ধারাবাহিক পরিচালিত হয়। এই প্রোডাকশন বলেছেন যে এত কম দিন একটি সিরিয়াল সম্প্রচারিত হলে প্রোডাকশন হাউসের লোকসান হবে। কারণ এতে সিরিয়ালের টিআরপি আরো কমবে।
আর টিআরপি কম হলে একটি সিরিয়াল এখন চালানো খুব মুশকিল। এটাও শোনা যাচ্ছে এই দাদাগিরির প্রসঙ্গকে কেন্দ্র করে চ্যানেলের সঙ্গে ঝামেলা হয়েছে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের। তবে এই মুহূর্তে সিরিয়াল খুব জমে উঠেছে। কিন্তু তবুও সম্প্রচারের সময় কমে যাওয়ার জন্য পুজোর পরেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রোডাকশন হাউস। এখন ইচ্ছেপুতুল ধারাবাহিকটি পুরো জমে উঠেছে। খুব তাড়াতাড়ি নীলের সামনে প্রকাশ্যে আসতে চলেছে রূপ আর ময়ূরীর আসল মুখোশ। যা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।