বদলে গেলো Star Jalsa-র একাধিক জনপ্রিয় সিরিয়ালের সময়, রইল নতুন টাইমটেবিল

নিউজশর্ট ডেস্কঃ বিনোদনপ্রেমী বাঙালির অন্যতম প্রিয় বিষয় সিরিয়াল(Bangla Serial)। বিশেষত বাড়ির মা-কাকিমাদের কাছে এটি প্রধান বিনোদন মাধ্যম। সন্ধ্যে হলেই তারা বসে পড়ে সিরিয়ালের আসরে। রকমারী কাহিনীর এই সিরিয়ালগুলির দর্শক সংখ্যাও নেহাত কম নয়। আর এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের চ্যানেল হল স্টার জলসা( Star Jalsha)। এর প্রতিটি ধারাবাহিকই যথেষ্ট জনপ্রিয় দর্শকমহলে।

তবে খুব শীঘ্রই বদলাতে চলেছে এই সিরিয়ালগুলির স্লট বা সময়সূচী। আর আপনিও যদি হন এই সিরিয়ালগুলির ভক্ত, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে বড় আপডেট। আসুন এক নজরে জেনেনি সেই নতুন সময়সূচীর কথা। বছরের পর বছর ধরে চলা সিরিয়ালগুলি রোজই দিয়ে চলেছে নতুন নতুন গল্প। দর্শকের কথা চিন্তা করেই প্রতিনিয়ত ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

তেমনি বেশ কয়েকমাস যখন কোন ধারাবাহিক ভালো ফল করতে পারেনি তাকে বন্ধ করে দিতেও দ্বিধা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। ঠিক তেমনি এই মুহূর্তে টিআরপি তলানিতে এসে ঠেকেছে কিছু সিরিয়ালের। যার ফলে খুব শীঘ্রই নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসা। আর এর ফলেই বড় রদ-বদল হতে চলেছে সিরিয়ালের টাইমটেবিলে। জানা যাচ্ছে, বন্ধ হতে চলেছে স্টার জলসার অন্যতম বিখ্যাত ধারাবাহিক গাঁটছড়া। এতদিন সাড়ে দশটার স্লটে চলত এই সিরিয়াল।

আর এই জায়গায় আসতে চলেছে বিকেল সাড়ে ছয়টার ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। তবে টিআরপি লিস্টে বরাবর ভালো ফল করা এই ধারাবাহিকের হঠাৎ সময় পরিবর্তনের ফল কি হবে সেটি এখন ভাবাচ্ছে সকলকে। এর ফলে কিছুটা হলেও মন খারাপ দর্শকদের। আর এই ‘শ্রীমান কমলা ও পৃথ্বীরাজের’ সাড়ে ছয়টার স্লটেই আসতে চলেছে নতুন ধারাবাহিক। যার নাম “তুমি আসে পাশে থাকলে”। বিশেষ এই সিরিয়ালের প্রযোজনার দায়িত্বে আছে SVF।

আর এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন ছোট পর্দার নতুন অভিনেত্রী অঙ্গনা রায়। আর তার বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে ভজ গোবিন্দ খ্যাত অভিনেতা ‘রোহান ভট্টাচার্যকে’। প্রসঙ্গত, নতুন এই অভিনেত্রী অঙ্গনা রায় এর আগে নষ্টনীড়’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর মত বিখ্যাত ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেখানে অভিনয় করেই তিনি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়ে নিয়েছেন এবং তার সঙ্গে বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। এবারে ধারাবাহিকের এই দুনিয়াতে তিনি কতটা সফল হবেন সেটির উত্তর দেবে দর্শকই।

Papiya Paul

X