নিউজশর্ট ডেস্কঃ সারা মাস রোজগারের পর কিছু টাকা সঞ্চয় করতে না পারলে পরবর্তী জীবনে সমস্যায় পড়তে হয়। আর তাই মানুষ সঞ্চয়(Savings) করতে চান। ব্যাংক, পোস্ট অফিসে টাকা সঞ্চয়ের পাশাপাশি জীবন বীমা করেও প্রচুর টাকা জমানো যায়। তবে সব ক্ষেত্রেই সমস্ত কিছু বিচার বিবেচনা করে নেওয়া উচিত। কোন চিটফান্ডের ফাঁদে না পড়ে কেবল মাত্র সরকারি বা বেসরকারি ভালো প্রতিষ্ঠানে টাকা জমানো উচিত।
এক্ষেত্রে বিনিয়োগ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হল এলআইসি(LIC)। এই বীমা সংস্থাকে ভরসাযোগ্য সংস্থা বলে মনে করেন বহু গ্রাহকেরা। আজকে এলআইসি নিয়ে এসেছে এমনই একটি আকর্ষণীয় প্ল্যান, যার মাধ্যমে মাত্র পাঁচ বছরেই আপনার বিনিয়োগের অর্থ ডবল হয়ে যাবে। আপনি যদি একটু ঝুঁকি নিতে পারেন তাহলে এই পলিসির সুযোগ মিলবে।
এর সাথেই থাকবে জীবন বীমা এবং ভালো রিটার্ন পাওয়ার সুযোগ। এই পলিসের নাম হলো এলআইসি ইনভেস্ট প্লাস প্ল্যান(LIC INVEST PLUS PLAN)। এখানে আপনি একক সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন। এখানে ১৫ শতাংশ পর্যন্ত সুদ পাবার সম্ভাবনা রয়েছে। এই পলিসিতে বিনিয়োগের ক্ষেত্রে জীবন বীমা কভারেজ ও পাওয়া যায়। তবে মনে রাখবেন, এখানে টাকার অংকটা নির্ভর করে আপনার বিনিয়োগের অর্থের ওপর।
আপনার বিনিয়োগ বেশি হলে টাকাও আপনি বেশি পাবেন। এই পলিসির গ্রাহক যদি মেয়াদপূর্তি অবধি জীবিত থাকেন তাহলে মেয়াদ শেষে সম্পূর্ণ অর্থ রিটার্ন পেয়ে যাবেন। আর যদি পলিসি চলার মাঝে মৃত্যু হয় তাহলে তার নমিনি বিমাকৃত অর্থ সহ-সম্পন্ন রিটার্ন পাবেন।