নিউজশর্ট ডেস্কঃ দার্জিলিং(Darjeeling) গেলে শুধুমাত্র দার্জিলিং-এর আশেপাশে ঘোরাঘুরি নয়। এই পাহাড়ে এমন অনেক অজানা-অচেনা জায়গা(Travel) রয়েছে যেগুলো আপনাকে ভুস্বর্গের ফিলিংস এনে দিতে পারে। এক কথায় বলতে গেলে এই সমস্ত অফবিট জায়গার(Offbeat Location) সৌন্দর্যও স্বর্গের থেকে কোন অংশে কম নয়। আজকের এই প্রতিবেদনে দার্জিলিংয়ের এমনই এক অচেনা অজানা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আমরা।
এই জায়গায় একবার ঘুরতে গেলে আপনার মন এত বেশি আনন্দিত হবে যে বারে বারে পাহাড়ের এই ছোট্ট এলাকায় ঘুরতে যেতে মন আনচান করবে। চলুন তাহলে এই এলাকার সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। এই জায়গা দুটি হলো সামেনদেন এবং গোরখে। সন্দাকফু যাবার পথেই এই দুইটি জায়গা পড়ে। দার্জিলিং পাহাড়ে এমন সুন্দর উপত্যকা প্রবণ এলাকা খুব একটা চোখে পড়ে না। এই জায়গাকে স্বপ্নের গ্রাম বললেও খুব একটা ভুল হবে না।
ফালুটের ঠিক নিচে অবস্থান করছে এই দুটো ছোট্ট গ্রাম। এখানে ঘুরতে যাওয়ার জন্য গাড়িতে যাবার থেকে ট্রেক করে যাওয়া ভালো। এর কারণ হলো ট্রেকিং এর জন্য এখানকার সৌন্দর্য একেবারেই মনে রাখার মত। যারা ট্রেক করে এখানে পৌঁছেছেন তাদের কাছে এই ভূস্বর্গ কাশ্মীরের মতো মনে হবে। এই জায়গার সৌন্দর্য দেখে এটিকে দার্জিলিং-এর ভূস্বর্গ বলে থাকে অনেকে। যারা ট্রেকিংয়ের অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই গোরখে আর সামানদেন একেবারেই সেরা জায়গা।
এখানে চারিদিকে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পাইন গাছ। মাঝখান দিয়ে সাপের মতো একে বেঁকে গিয়েছে পথ। এখানে বাড়িগুলো ফুল দিয়ে সাজানো। প্রচুর পরিমাণে নাশপাতি গাছের বাগান দেখতে পাওয়া যায় এই এলাকাতে। একেবারে ছবির মত সুন্দর এই গ্রাম দুটো। মনে হবে কেউ যেন রং তুলি দিয়ে এলাকাটা এঁকে রেখেছেন। একেবারে নিস্তব্ধ-নিঃসঙ্গ এলাকা। এই এলাকাকে সাইলেন্ট ভ্যালিও বলে থাকেন অনেকে। পাহাড়ের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট রঙের বাড়িঘর গুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে।
এখানে থাকার জন্য ছোট ছোট হোমস্টে রয়েছে। গাড়ি খুব একটা চলতে পারে না তাই পর্যটকদের কোলাহল নেই বললেই চলে। সুতরাং প্রকৃতির একেবারে নিঃসঙ্গতা এখানে উপলব্ধি করতে পারবেন। এই জায়গায় আসতে চাইলে তারা গাইড সঙ্গে নিয়ে আসতে পারেন। আর আপনার মাল বহন করে নিয়ে আসার জন্য ঘোড়া রয়েছে। এখানে আসার আগে অবশ্যই হোমস্টে বুক করে নিন। তারাই আপনাকে সমস্ত ট্রেকিংএর ব্যবস্থা করে দেবে। এমনকি গাইডের ব্যবস্থাও তারা করে দেবে। তাহলে ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন পাহাড়ের এই অজানা লোকেশনের উদ্দেশ্যে।