নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে একটার পর একটা নতুন সিরিয়াল(Bangla Serial) সম্প্রচার শুরু হচ্ছে। এবার শুরু হতে চলেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশে পাশে থাকলে’। পুজোর আগেই এই সিরিয়ালের সম্প্রচারের সময় জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। নতুন সিরিয়ালের আগমনে বিদায় নিতে চলেছে পুরনো সিরিয়াল। তাহলে এবার নতুন মেগার আগমনে কোন সিরিয়ালের কপাল পুড়লো?
জানা গিয়েছে, এবার শেষ হতে চলেছে কৃষ্ণকলি জুটির ‘বাংলা মিডিয়াম’। টানা ১১ মাস ধরে নীল-তিয়াসা জুটি এক হয়েও জি বাংলার নিম ফুলের মধুকে টক্কর দিতে পারেনি। তাই অবশেষে রাত আটটার স্লটে আসছে নতুন সিরিয়াল তুমি আশে পাশে থাকলে। আগামী ৩ রা নভেম্বর শুক্রবার রাত আটটায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল।
এখানে অভিনয় করতে চলেছেন ‘ভজগোবিন্দ’ খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়। এছাড়া হিয়া নামের এক অভিনেত্রী ও নেগেটিভ চরিত্রে আছে বলে জানা গিয়েছে। এবার প্রশ্ন হল, তাহলে কি ২ র নভেম্বরে শেষ হয়ে যাবে বাংলা মিডিয়াম? নাকি এই সিরিয়ালের টাইম স্লট বদল করা হবে?
সূত্রের খবর বলছে, স্লট বদল হচ্ছে না। এবার শেষ হয়ে যাচ্ছে বাংলা মিডিয়াম। কিছুদিন আগে এই ধারাবাহিকের সুহানা চরিত্রের বদল ঘটিয়ে সেখানে সম্পূর্ণার জায়গায় নিয়ে আসা হয়েছে মিষ্টি সিং কে। অন্যদিকে নীলের প্রাক্তন প্রেমিকা তথা সন্তানের মা হিসেবে দেখা যাবে অভিনেত্রী সৈরিতিকে। এবার দেখা যাক কিভাবে শেষ হবে বাংলা মিডিয়াম? বিক্রমের অবৈধ সন্তানকে কি মেনে নেবে ইন্দিরা? এই সমস্ত কিছুই জানার অপেক্ষায় রয়েছে বাংলা মিডিয়ামের ভক্তরা।