নিউজশর্ট ডেস্কঃ জিও(Jio) এই নামটি মানেই সাশ্রয়কারী। যেকোনো ক্ষেত্রেই এই জিও সস্তায় পুষ্টিকর। যেখানে অন্য সব কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বেশি হয় সেখানেই জিওর রিচার্জ প্ল্যান সর্বদাই হয় মধ্যবিত্তের হাতের নাগালে। তবে এখন এই কোম্পানি শুধু আর রিচার্জ প্ল্যানেই থেমে নেই। নিত্য নতুন সস্তার ইলেকট্রনিক গ্যাজেটস বাজারে এনেও চমক দিচ্ছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই সংস্থা। আর এবার তেমনই এক স্মার্টফোন বাজারে এনে চমক দিল জিও।
সম্প্রতি রিলায়েন্স জিও লঞ্চ করেছে তাদের সবথেকে দামি রিচার্জ প্ল্যানটি। সেই বার্ষিক প্ল্যানের জন্য Jio ব্যবহারকারীদের খরচ করতে হয় 3,662 টাকা । তাছাড়াও টেলিকম সংস্থাটির আরও নানান প্ল্যান রয়েছে যেগুলির খরচ 2500 টাকার কাছাকাছি। এমনকি, কিছু এমন রিচার্জ প্ল্যানও রয়েছে যার খরচ 2999 টাকা। সেই দিক থেকে দেখতে গেলে, JioBharat B1 ফোনটি রিচার্জ প্ল্যানের থেকেও কম খরচে নিয়ে এসেছে এই টেলিকম সংস্থাটি।
1,299 টাকায় একটা ফোন, যাতে সব বেসিক ফিচারের সাথে রয়েছে 4G সুবিধে, এটি সত্যিই অবিশ্বাস্য। আসলে এই ফোনটি হলো জিও ভারত সিরিজের নতুন একটি ফোন। কম টাকায় আধুনিক সুবিধাযুক্ত কি প্যাড এই মোবাইলগুলি বেশ জনপ্রিয় ভারতে। আর এই JioBharat সিরিজ়ে যোগ করা হয়েছে এই নতুন 4G ফিচার ফোনটি, যার নাম JioBharat B1। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি আসলে JioBharat V2 এবং K1 Karbonn-এর আপগ্রেডেড ভার্সন।
কোম্পানির ওয়েবসাইটে লেটেস্ট ফোনটিকে তালিকাভুক্ত করা হয়েছে JioBharat B1 সিরিজ়ে। বেসিক 4G ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার্স এতে রয়েছে। ফোনের স্ক্রিনটি আগের ফোনগুলোর থেকে সামান্য একটু বড়। আসুন এবারে মোবাইলটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশেষ এই ফোনটির দাম রাখা হয়েছে হয়েছে মাত্র 1,299 টাকা। এটি Jio-র তৈরি আর একটি সস্তার মোবাইল। এই ফোনে রয়েছে একটি 2.4 ইঞ্চির স্ক্রিন এবং 200mAh ব্যাটারি।
আর এই দুই গুরুত্বপূর্ণ ফিচার দিয়েই ফোনটিকে আর একটু বেশি ভালো সেগমেন্টে বানানো হয়েছে। এর আগের অন্যান্য JioBharat ফোনগুলির তুলনায় এই ফোনের স্ক্রিন ও ব্যাটারি উভয়কেই করা হয়েছে উন্নত। তবে খুব বেশিও পরিবর্তন করা হয়নি। তবে এই ফোনের যে প্রোডাক্ট ইমেজটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি ক্যামেরা দেখা গেলেও সেই ক্যামেরা সম্পর্কে সংস্থার তরফ থেকে বিশেষ কিছু জানানো হয়নি।