নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক(Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) নিয়ে এখন দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একদিকে জেলখানায় বন্দি সূর্য। অন্যদিকে একটার পর একটা সাজে সূর্য এবং দীপার জীবন তছনছ করতে বারে বারে চেষ্টা চালাচ্ছে মিশকা। এবার কি সূর্যকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে দীপা? তার এত দিনের পাপের শাস্তি দিতে পারবে? আপাতত এই প্রশ্নই রয়েছে দর্শকদের মনে।
এখন একটি পর্ব মিস করা মানে বিরাট মিস হয়ে যাবে দর্শকদের। সূর্য এবং দীপার জীবনের টানাপোড়েন দেখতে পছন্দ করছেন দর্শকেরা। এই ধারাবাহিকের যারা নিত্যদিনের সঙ্গী তারা জানেন খুনের অপরাধে সূর্য এখন জেলের ঘানি টানছে। আর মিশকা এই সুযোগে একটার পর একটা ছদ্মবেশে নিত্যনতুন প্ল্যান কষেই চলেছে। কিভাবে সূর্য এবং দীপার জীবন তছনছ করা যায় সেটাই তার মুখ্য উদ্দেশ্য।
তবে এবার হয়তো মিশকার জারিজুরি শেষ হতে চলেছে। আজকের পর্বে দর্শকেরা দেখতে পাবেন মূল সাক্ষ্য প্রমাণ হিসেবে মিশকাকে হাজির করা হবে আদালতে। আর এই কাজ করবে দীপা। যার খুনের দায় এতদিন পর্যন্ত জেলের ঘানি টানছিল সূর্য। তাকেই সশরীরে দেখে অবাক হয়ে যাবে সকলে। এমনকি বিচারক এই কাণ্ড দেখে অবাক হবেন। নিজে বলবেন যে, তার দীর্ঘদিনের ক্যারিয়ারে এরকম কেস আর দুটো দেখেননি।
এদিকে পুলিশ অফিসার দীপাকে বলবে, ‘আপনি মিশকা সেনকে কোথায় খুঁজে পেলেন?’ এরপরেই বিচারক বলবেন যে মিশকা সেনকে কাঠগড়ায় তোলা হোক। আর কাঠগড়ায় উঠে মিশকা সমস্ত সত্যি স্বীকার করে নেবে। তবে এই অন্যায় করেও কোন রকমের অনুশোচনা নেই। সে বলবে সূর্যকে ভালোবেসেই সে এই কাজ করেছে। সে কোনভাবেই দীপাকে জিততে দিতে পারবে না। আদালতে দাঁড়িয়ে মিশকা জানায় যে সূর্য এবং তাদের ছোট্ট সন্তানকে নিয়ে একটি সুন্দর সংসার গড়তে চায় সে। এবার দেখা যাবে সূর্য তার উপযুক্ত বিচার পাবে কিনা? আর মিশকাকে এই দোষের আদালত কি শাস্তি দেয়? সবকিছুই জানার জন্য আজকের পর্ব দেখতে হবে দর্শকদের।