নিউজশর্ট ডেস্কঃ বর্তমান বাজারে সবকিছুই অগ্নিমূল্য। সবজি,মাছ-মাংসের দাম যেমন বাড়ছে, ঠিক তেমনি পেট্রোল-ডিজেল, সোনা-রুপা সমস্ত কিছুর দাম তরতরিয়ে বেড়ে চলছে। আর এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। তারা যা রোজগার করছেন সমস্ত কিছুই ব্যয় হয়ে যাচ্ছে। যদিও এর মধ্যেও কিছু পয়সা বিনিয়োগ(Investment) করতে চান সবাই। তবে কোনখানে বিনিয়োগ করলে টাকা সুরক্ষিত থাকবে এবং রিটার্ন ভালো পাওয়া যাবে তা জানতে আগ্রহী থাকেন বিনিয়োগকারীরা।
অনেকেই টাকা বিনিয়োগের ক্ষেত্রে চোখ বন্ধ করে বিশ্বাস করে ব্যাঙ্ককে। আজকের প্রতিবেদনে এমন দুটি ব্যাঙ্কের কথা আপনাদেরকে জানাবো যারা বর্তমানে মূল্যবৃদ্ধির সময় দাঁড়িয়েও ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) ওপর ৯.১% পর্যন্ত সুদ(Interest Rate) দিচ্ছে। এই দুটি ক্ষুদ্র সঞ্চয় ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়িয়েছে। ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৯.১ শতাংশ পর্যন্ত ওষুধ দিচ্ছে।
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হার-
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪ শতাংশ থেকে ৯.১ শতাংশ হারে মধ্যে সুদ দিচ্ছে। আবার সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদপূর্তির পরে টাকার পরিমাণের উপর ৪.৫ শতাংশ থেকে ৯.৬ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।
চলতি বছরের ৫ মে থেকে এই নতুন সুদের হার কার্যকর করেছে এই ব্যাঙ্ক। এছাড়া এই ব্যাঙ্কের নিয়মিত গ্রাহকরা এখন ৫ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৯.১ শতাংশ হারে সুদ পেতে পারেন। আর একই ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৯.৬ শতাংশ হারে সুদ পাবেন।
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হার-
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য ৪.৫ শতাংশ থেকে ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে। এছাড়া সাধারণ গ্রাহকদের ১০০১ দিনের জন্য সর্বোচ্চ ৯ শতাংশ সুদ দেওয়া হয়। সিনিয়র সিটিজেনদের ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৯.৫ শতাংশ সুদ দেওয়া হয়। আবার সিনিয়র সিটিজেনরা ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৫ শতাংশ থেকে ৯.৫ শতাংশ হারে সুদ পাবেন। এই ব্যাঙ্কে নতুন সুদের হার গত ১৪ জুন, ২০২৩ তারিখ থেকে কার্যকর হয়েছে।