নতুন আসতেই পুরোনোকে বিদায়! গীতা LLB’ আসতেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালগুলি(Bengali Serial) ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালি বাড়িগুলির সাথে। স্টার জলসা(Star Jalsa), জি বাংলার(Zee Bangla) মতন চ্যানেল গুলিতে প্রতিদিনই টেলিকাস্ট হয় নানান স্বাদের সিরিয়াল। তবে বর্তমান সময়ে বেশি দিন চলে না কোন সিরিয়াল। আসলে অনেকদিন দর্শকদের অপছন্দের তালিকায় অর্থাৎ টিআরপি লিস্টে(TRP List) নিচের দিকে থাকলেই বাদ পরে সেই সিরিয়াল। বিশেষত স্টার জলসা, জি বাংলার মতন জনপ্রিয় চ্যানেলগুলোতে এখন নিত্যদিনই আসতে থাকে নতুন ধারাবাহিকের প্রোমো।

যেমন স্টার জলসায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘তুমি আশেপাশে থাকলে’র প্রোমো। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সামনে এল আরেক নতুন ধারাবাহিকের প্রোমো। সম্প্রতি সামনে এসেছে ‘গীতা এলএলবি’ (Geeta LLB), নামে আরও একটি নতুন ধারাবাহিকের প্রোমো। যা নিয়ে উচ্ছসিত সকলে। নতুন এই সিরিয়ালের নাম ও গল্প প্রথম দেখাতেই নজর কেড়েছে সকলের। আসলে অনেক দিন ধরে শোনা যাচ্ছিল এক বিশেষ স্বাদের ধারাবাহিকের নাম।

এই নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা করছিল স্টার জলসা। এদিন তা রূপান্তরিত হল বাস্তবে। এই সিরিয়ালে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন হিয়া মুখার্জি। যদিও ধারাবাহিকের নায়ক চরিত্রটি এখনও স্পষ্ট নয়‌। নতুন এই ধারাবাহিকের নাম ও প্রোমো দেখে মনে পড়ে এক সিনেমার কথা। সেটি হল ‘jolly LLB’। তবে সেই সিনেমার চরিত্র আরশাদ ওয়ারসির সাথে এই সিরিয়ালের নায়িকার কতটা মিল রয়েছে তা এখনও অস্পষ্ট। বিশেষ ধারাবাহিকটি প্রযোজনা করছে ব্লুজ প্রোডাকশন।

দৃশ্য দেখা যায় নায়িকা একজন উকিল বাড়ির মেয়ে। নাম তার গীতা, পেশায় সেও একজন উকিল। যে কোনো কেস সে লড়তে পারে নিজের মতন করে। তবে অনেকেরই প্রশ্ন হল, এই নয়া ধারাবাহিক কার জায়গা নেবে? জবাবে উঠে এসেছে দুটি সিরিয়ালের নাম। মূলত এই টিআরপি তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, ‘তুঁতে’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র নম্বর অনেকটাই কম। যদিও কমলা মানিকের ফ্যান কিন্ত কম নেই‌। তবুও নেটিজনদের অধিকাংশই মনে করছে এবার হয়ত এই ধারাবাহিককেই বন্ধ করবে চ্যানেল কর্তৃপক্ষ। এখনও সেভাবে গতি আসেনি সিরিয়ালটিতে। যদিও শেষ বিদায় কে বলবে সেটা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা এখনও করতেই হবে।

 

Papiya Paul

X