পর্ণার ক্যালমাতে ছিটকে গেছে জগদ্ধাত্রী-ফুলকি, দীপা কত নম্বরে? রইল ধুন্ধুমার লড়াইয়ের TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালপ্রেমী(Bengali Serial) দর্শকেরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনটার জন্য অপেক্ষা করে থাকে। কারণ টানা এক সপ্তাহ ধরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করা হয়। কোন সিরিয়াল লড়াইয়ে টিকে থাকবে আর কোনটি লড়াই থেকে ছিটকে যাবে সমস্ত কিছুই জানা যায় টার্গেট রেটিং পয়েন্ট(Target Rating Point) বা টিআরপি লিস্ট(TRP List) থেকে।

স্টার জলসা হোক কিংবা জি বাংলা সব চ্যানেলের ক্ষেত্রেই সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপি তালিকার ওপর। যে সিরিয়ালে টিআরপি বেশি থাকে সেটি যেমন তড়তড়িয়ে এগিয়ে চলে, ঠিক তেমনি যে সিরিয়ালের টিআরপি কম থাকে সেই সিরিয়াল বাতিলের খাতায় চলে যায়। এই মুহূর্তে টিআরপি তালিকায় বাংলার সেরার সেরা জায়গা দখল করে রেখেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।

বিগত সপ্তাহগুলির মত চলতি সপ্তাহেও বাংলার সেরা ধারাবাহিকের জায়গা দখল করে রেখেছে অনুরাগের ছোঁয়া। একদিকে পূজো অন্যদিকে বিশ্বকাপ তবুও ৮.৩ পয়েন্ট বেঙ্গল টপার হয়েছে সূর্য এবং দীপার এই সিরিয়াল। অন্যদিকে তরতড়িয়ে এগোতে এগোতে এগোতে একেবারে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। ৭.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে পর্ণার দত্ত বাড়ির কাহিনী।

অন্যদিকে দ্বিতীয় স্থান থেকে ছিটকে গিয়ে তৃতীয় স্থানে জায়গা হয়েছে ‘জগদ্ধাত্রী’র এবং ফুলকিও নিজের জায়গা থেকে সরে গিয়েছে। এই সপ্তাহে ফুলকি চতুর্থ স্থানে জায়গা করতে পেরেছে। পঞ্চম স্থানে রয়েছে সবথেকে বিতর্কিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। তাহলে এবার এক নজরে চলতি সপ্তাহের টিআরপি তালিকা লিস্ট জেনে নেওয়া যাক।

বাংলা সিরিয়ালের সেরা ১০ টি মেগার টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial):

অনুরাগের ছোঁয়া- ৮.৩ (প্রথম)

নিম ফুলের মধু- ৭.১ (দ্বিতীয়)

 

জগদ্ধাত্রী- ৭.০ (তৃতীয়)

 

ফুলকি- ৬.৯

কার কাছে কই মনের কথা, হরগৌরী পাইস হোটেল- ৬.৭

রাঙা বউ, সন্ধ্যাতারা- ৬.০

লাভ বিয়ে আজকাল- ৫.৮

জল থই থই ভালোবাসা- ৫.৭

তুঁতে- ৫.৫

ইচ্ছে পুতুল- ৫.৪

Papiya Paul

X