নিউজশর্ট ডেস্কঃ মধ্যবিত্ত ভারতীয়দের চলার অন্যতম ভরসা স্বল্প সঞ্চয় স্কিম। আর এই স্বল্প সঞ্চয় স্কিমের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হল ব্যাংক(Bank) ও পোস্ট অফিস(Post Office)। তাইতো ভারতীয়রাও সবচেয়ে বেশি এই দুই স্থানেই জমান তাদের উপার্জিত টাকা। তবে ব্যাংকের থেকেও পোস্ট অফিস এই বিষয় বেশি এগিয়ে। এর কারণ পোষ্ট অফিসের স্বল্প সময়ের নানান মারাত্মক সব স্কিম, সঙ্গে সরকারি সুরক্ষা। তাই আজ আপনাদের আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সন্ধান দেব এমনই এক স্কিমের যাতে অল্প বিনিয়োগেই পাওয়া যায় মোটা রিটার্ন।
ইতিমধ্যেই এই বিষয়ে নিয়ে পোস্ট অফিসের(Post Office Scheme) পক্ষ থেকে করা হয়েছে বিশেষ ঘোষণা। এই ঘোষণায় বলা হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে পোস্ট অফিসের গ্রাহকরা টাইম ডিপোজিট-এ 7.50 শতাংশ সুদের হার পাবেন। হ্যাঁ ঠিকই শুনছেন! এমনই অবিশ্বাস্য স্কিম এনেছে তাঁরা। বিশেষ এই মেয়াদে আপনি লং ও শর্ট, এই দুই টার্মেই পারবেন টাকা রাখতে। এর জন্য নেই কোনো সময়ের বাধ্য-বাধকতা।
এই সময়ে পোস্ট অফিসের 5 বছরের টাইম ডিপোজিট স্কিমে গ্রাহকদের বার্ষিক 7.5 শতাংশ হারে সুদ অফার করা হয়েছে। এর অর্থ আপনি যদি 10 লাখ টাকা টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন, তাহলে আপনি ম্যাচিউরিটির সময় 14 লাখ 49 হাজার 948 টাকা পাবেন। অর্থাৎ শুধুমাত্র সুদ থেকে আপনার লাভ হবে 4 লাখ 49 হাজার 948 টাকা। এছাড়াও পোস্ট অফিসে বিভিন্ন টাইম ডিপোজিটে রয়েছে বিভিন্ন ধরনের সুদ।
যেমন 1 বছরের মেয়াদে 6.9 শতাংশ সুদ পাওয়া যাবে। আবার, 2 ও 3 বছরের মেয়াদে মিলবে 7.0 শতাংশ সুদ। এছাড়াও 5 বছরের মেয়াদে পাবেন বিশেষ 7.5 শতাংশ সুদ। এগুলোর সাথে এই স্কিমে আরেকটি বাড়তি সুবিধে আছে। সেটি হল এই স্কিমে আয়করের ধারা 80C-এর অধীনে 5 বছরের টাইম ডিপোজিটে ট্যাক্স ছাড়ের দাবি করা যেতে পারে। আসুন এবারে জেনে নিই কারা আবেদন করতে পারবেন এই স্কিমে।
যোগ্যতা
• প্রথমত আপনাকে একজন ভারতীয় হতে হবে।
• আপনাকে একজন একক প্রাপ্তবয়স্ক ব্যাক্তি হতে হবে তবেই আপনি এই পোস্ট অফিস টাইম ডিপোজিটে বিনিয়োগ করতে পারবেন।
•আপনি চাইলে আপনার 10 বছরের বেশি বয়সী নাবালক বা নাবালিকার নামেও খুলতে পারেন এই
একাউন্ট
• চাইলে একইসাথে তিনজন পর্যন্ত প্রাপ্তবয়স্ক একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
বিশেষ এই স্কিম যথেষ্ট উপযোগী সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য। তাই আর দেরি না করে এক্ষুনি বিনিয়োগ করুন এই স্কিমে।