নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অনুরাগের ছোঁয়া(Anurager Chhowa) ধারাবাহিকের প্রত্যেকটি দিন ধুন্ধুমার এপিসোড দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আর তাই জন্যেই প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকাতে এই ধারাবাহিক সেরার সেরা জায়গা দখল করে নিয়েছে। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে মিশকার সমস্ত শয়তানির পর্দা ফাঁস হয়ে গিয়েছে সূর্যের সামনে। সে এখন কিছুতেই মিশকাকে সহ্য করতে পারে না।
এমনকি তার এতদিনের ভুল ধারণা ভেঙে যাওয়ার পর সূর্যের মনও ভেঙ্গে গিয়েছে। ঐদিকে অবৈধভাবে সূর্যের সন্তান গর্ভে ধারণ করেছে মিশকা। আর লাবণ্য সেনগুপ্ত সেই সন্তানকে সেনগুপ্ত পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দিতে চায়। আর এই কথা শুনে মেজাজ হারিয়ে ফেলে সূর্য। এই ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে যে ভুল ইনজেকশন দিয়ে মিশকাকে খুন করার চেষ্টা করবে সূর্য।
এখন জেল থেকে হাসপাতালে এসে রয়েছে মিশকা। শারীরিক অসুস্থতার নাটক করে সূর্যকে দেখার জন্য সূর্যের হাসপাতালে এসে ভর্তি হয়েছে সে। ওইদিকে সূর্য যখন হাসপাতালে গিয়ে জানতে পারে তার পেশেন্ট মিশকা, তখন সূর্য সেখান থেকে বেরিয়ে যেতে গেলে মিশকা বাধা দিতে গিয়ে বিছানা থেকে পড়ে যায়। এর ফলে সত্যি সত্যি তার অসুস্থতার লক্ষণ দেখা যায়। এরপর লাবণ্যের কথা মত মিশকার সন্তানের জন্য বন্ডে সই করতে বাধ্য হয় সূর্য।
এই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, মহিলা চিকিৎসকের আসতে কিছুটা সময় লাগবে তাই সূর্যের কাছে একটা ইনজেকশনের জন্য আসেন আরেকজন চিকিৎসক। সূর্য তখন মনে মনে ঠিক করে যে এই ইনজেকশন নিয়ে মিশকার জীবন কেড়ে নেবে। কিন্তু পরবর্তীকালে ডাক্তার হিসেবে তার বিবেকের দংশন হয়। সে মিশকাকে সঠিক ইনজেকশন দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ওইদিকে দশমীর দিন বাড়িতে একা বসে বসে চিন্তা করতে থাকে।
আর তখনই সূর্য বাড়িতে ফিরলে সে কোথায় গেছিল জিজ্ঞেস করা হলে লাবণ্য জানায় যে সঠিক সময় এলে সত্যি কথাটা বলা হবে। সেই সময় সেনগুপ্ত পরিবারে একটি সুখবর নিয়ে আসে দীপার দাদা-বৌদি। তারা তাদের সন্তানের জন্য যে আইভিএফ পদ্ধতির সাহায্য নিয়েছে সে কথা দীপাকে জানান। মিশকার ফোনে দেখা চিকিৎসকের ঠিকানায় গিয়ে দীপা এবং তার বৌদি উপস্থিত হয়। সেখানে গিয়ে কারোর সন্ধান মেলেনি। কিন্তু পরের দিন ফের দীপা ওই চিকিৎসকের খোঁজে বেরিয়ে যায়। তাহলে কি খুব শীঘ্রই অবৈধভাবে সন্তান গর্ভে ধারণের সত্যিটা ফাঁস হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে।