নিউজশর্ট ডেস্কঃ যে কোন মানুষ তার কষ্ট উপার্জিত অর্থ সব সময় নিরাপদ জায়গায় বিনিয়োগ করার কথা ভাবেন। এখনকার বাজারে নিরাপদ জায়গায় বলতে ব্যাংক আর পোস্ট অফিস ছাড়া কিছুই নেই। আর ভালো রিটার্নসহ নিশ্চিত বিনিয়োগের প্রধান জায়গা হল ফিক্সড ডিপোজিট। কারণ এই ফিক্সড ডিপোজিটর(Fixed Deposit) সঙ্গে বাজারে ওঠা পড়ার কোন সম্পর্ক নেই। ফলে ম্যাচুরিটি শেষে নিশ্চিত পরিমান টাকা রিটার্ন পাওয়া যায়।
তাই সাধারণ মধ্যবিত্তদের কাছে ফিক্সড ডিপোজিট হল বিনিয়োগের সেরা মাধ্যম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank Of India) ফিক্সড ডিপোজিটর ওপর আকর্ষণীয় সুদ দিচ্ছে। এই ডিপোজিটের মেয়াদ থাকছে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। তবে এর পাশাপাশি ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটের বিশেষ স্কিম এনেছে এসবিআই। এই স্কিমের নাম হল ‘অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম’। এই স্কিমে সাধারণ মানুষেরা ৭.১০ শতাংশ থেকে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
এই স্কিমে বিনিয়োগকারীরা ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে বিনিয়োগের পরিমাণর ওপরে সুদ দেওয়া হয়। আপনি নিজে ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন কিংবা অনলাইনেও অ্যাকাউন্ট খোলা যাবে। এই ফিক্সড ডিপোজিটের বিপরীতে আপনি লোনের সুবিধাও পেয়ে যাবেন। কোন ব্যক্তি এই স্কিমে এক লাখ টাকা বিনিয়োগ করলেন তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন?
আগেই জানানো হয়েছে এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ হারে সুদ পান। অর্থাৎ এক বছরের সুদ হিসাবে পাওয়া যাবে ৮০১৭ টাকা। অর্থাৎ সাধারণ গ্রাহকরা পাবেন ১০৮০১৭ টাকা। প্রবীণ নাগরিকদের সুদ মিলিয়ে পাবেন ১০৮৬০০ টাকা। চলতি বছরের ১২ই এপ্রিল থেকে এসবিআই স্কিম চালু করেছে। এই অফার সীমিত সময় পর্যন্তই রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এই স্কিম থাকবে।