ভারতীয় রেল দিচ্ছে বিরাট সুযোগ, রেলস্টেশনে এই ব্যবসা করে মাসে আয় করুন লাখ লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল(Indian Railways)।  খুব সহজে অল্প খরচের মধ্যে এদিক সেদিক ঘুরে আসা যায় ট্রেনে করে। আর তাই নিত্যযাত্রীদের জন্য সবথেকে সহজলভ্য পরিবহন লোকাল ট্রেন। এই ট্রেনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। বিশেষ করে রেলের প্লাটফর্মগুলোতে ছোট-বড় বহু দোকান গড়ে উঠতে দেখা যায়। আর এর মাধ্যমে বহু মানুষ উপার্জন করে থাকেন।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে রেলওয়ে স্টেশনগুলোতে পরিষেবা প্রদান করা হয়। তাই নিজের যেকোনো ছোটখাটো ব্যবসা(Business) শুরু করার ক্ষেত্রে রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে চা, কফি, খাওয়ার, খবরের কাগজের দোকান, খেলনার দোকান ইত্যাদি নানারকমের দোকান দেখতে পাওয়া যায়। আর এই স্টেশনে যেহেতু নিত্যযাত্রীদের ভিড় থাকে তাই এইসব দোকানে প্রতিদিন ভালো টাকা ইনকাম হয়।

আপনিও যদি রেল স্টেশনে কোন ব্যবসার শুরু করার কথা ভেবে থাকেন তাহলে এটি আপনার জন্য বেশ লাভদায়ক ব্যবসা হতে পারবে। এটা মনে রাখবেন যে, গুরুত্বপূর্ণ স্টেশনে স্টোর খুললে আপনি বেশি মুনাফা করতে পারবেন।

রেল স্টেশনে কিভাবে আপনি দোকান শুরু করবেন?
ভারতীয় রেলের পক্ষ থেকে একটি প্লাটফর্মে দোকান খোলার জন্য প্রায়শই টেন্ডার ডাকা হয়ে থাকে। আপনি এর জন্য IRCTC-র পোর্টাল ভালোভাবে দেখে নিতে পারেন। আপনি রেলস্টেশনে যে ধরনের দোকান খুলতে চান, সে অনুযায়ী দরপত্র পূরণ করতে  পারেন। আপনি আপনার পছন্দের মত দোকান খুলতে পারবেন। এই দোকান খোলার জন্য রেল কর্তৃপক্ষকে একটা ফি দিতে হবে। একজন ব্যবসায়ীর দোকানের অবস্থান এবং আকারের ওপর নির্ভর করে এই ফি কম বেশি হয়। সূত্রের খবর অনুযায়ী, এই ফি ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।

কিভাবে দরপত্রের জন্য আবেদন করবেন?
আপনি স্টেশনে দোকান খুলতে চাইলে আপনাকে অবশ্যই IRCTC-র ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে কোন দরপত্র থাকলে রেলের জোনাল অফিসে গিয়েও আবেদন করতে পারেন। দরপত্রে আবেদনের জন্য আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের কপি দিতে হবে. এরপর রেল কর্তৃপক্ষ আপনার আবেদন পত্র যাচাই করবেন। রেলের পক্ষ থেকে দেওয়া যোগ্যতা অনুযায়ী আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে টেন্ডার পেয়ে যাবেন।

দরপত্র পেয়ে গেলে আপনি রেলওয়ে প্লাটফর্মে দোকান খুলে নিতে পারেন। স্টেশনে নিজের ব্যবসা পরিচালনা করার জন্য আপনার কাছে সময় থাকবে পাঁচ বছর। বিশেষজ্ঞরা বলেছেন, পরিকল্পনা করে এই ব্যবসা শুরু করতে পারলে রেলওয়ে স্টেশন থেকে দুর্দান্ত আয় করা সম্ভব। বিশেষ করে জনপ্রিয় রেলস্টেশনগুলোতে সঠিক স্থানে দোকান তৈরি করতে পারলে প্রচুর টাকা ইনকাম করা যায়।

Papiya Paul

X