নিউজ শর্ট ডেস্ক: টলিউডের (Tollywood) জনপ্রিয় সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। অভিনয়ের পাশাপাশি ইদানিং তিনি হাত পাকিয়েছেন প্রযোজনাতেও। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ প্রযোজিত ছবি ‘কুরবান’। প্রসঙ্গত অভিনয়ের সাথে যুক্ত টলিউডের এমন অনেক অভিনেতা অভিনেত্রীই রয়েছেন যারা পরবর্তীতে প্রয়োজনের সংস্থা খোলার পাশাপাশি যুক্ত হয়েছেন সক্রিয় রাজনীতিতে (Politics)।
তাই এইসময়ের তরফ থেকে অভিনেতা অঙ্কুশ হাজরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল তাঁকে কবে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে? এ বিষয়ে একেবারে সোজা সাপটা কথায় অঙ্কুশ জানিয়েছেন ‘আমার রাজনীতিতে আসা মুশকিল আছে। আসলে আমি যে দলে গিয়েই রাজনীতি করিনা কেন, আমি নিশ্চিত সেই দলই আমায় আগামী ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে’।
কারণ জানিয়ে অভিনেতা স্পষ্ট বলেছেন ‘আমি তো আমার মতো চলব। আমার উপর কাউকে দালালি মারতে দেব না। আর কোনও সময় যদি কোনও অন্য়ায় দেখতে পাই সেটা যদি আমার দলের লোকও হয়, আমি কিন্তু ফাঁস করে দেব। এটাতেই মুশকিল আছে।’
কোনো রাখঢাক না রেখেই অভিনেতা বলেছেন ‘আমাকে আমার দলের লোকই তাড়িয়ে দেবে। হ্য়াঁ, এজন্যই মুশকিল আছে, আমি ২ নম্বরি দেখলেই সব বলে দেব। তাই আমাকে নিয়ে টানাটানি না করাই ভালো।’ সেইসাথে অভিনেতার সংযোজন,‘আরও একটা বড় কথা আমি রাজনীতি বুঝি না। যেসমস্ত রাজনৈতিক দল মূলত আলোচনায় থাকে, সেক্ষেত্রে দুটো দলের লোকজনের সঙ্গেই আমার সম্পর্ক ভালো।’
অঙ্কুশ জানিয়েছেন টাকার থেকেও স্বাধীনতাটা বেশি আনন্দের। তাই কোভিড, কিংবা আমফানের সময় বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার জন্য তাঁকে কোনও ফাইলে সই করতে হয়নি। কাউকে বলতে হয়নি। অভিনেতার কথায় ‘এই স্বাধীনতাটাই আনন্দের। রাজনীতিটা আমার দ্বারা হবে না।’
সেইসাথে এদিন MLA,MP-দের বেতন প্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘আমি জানি না MP, MLAরা কত বেতন পান, তবে সবই তো ফ্রি। আমি আমার কেরিয়ারে এই পর্যায়ে এসে যে টাকা রোজগার করি তাতেই খুশি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমি মাসে ৩০ হাজার টাকা পেতাম, হাতে পেতাম ২৬-২৭ মতো, তাতেই কিন্তু আমি চালিয়েছি। আর খুব আনন্দ করেই কাটিয়েছি।’