নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে মানুষের ইন্টারনেট ছাড়া একদমই চলে না। অফিস কিংবা বাড়ির কাজকর্ম সবেতেই ইন্টারনেট প্রয়োজন। ফোনে রিচার্জ প্ল্যান করার পাশাপাশি অনেকেই হাই স্পিড ইন্টারনেট বেশি পরিমাণে পাওয়ার জন্য বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে থাকেন। এখন প্রায় প্রত্যেকটি টেলিকম সংস্থা নিজস্ব ব্রডব্যান্ড(Boradband Facility) বাজারে নিয়ে আসছে।
অনেকগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান অফার করে থাকে। আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু জনপ্রিয় ব্রডব্যান্ড প্ল্যানের কথা আপনাদেরকে জানাবো। আপনি কম খরচে এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। হাই স্পিড ইন্টারনেটও পেয়ে যাবেন। এই প্ল্যানটি ১০ টি ডিভাইস কানেক্ট করতে দেবে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কোম্পানিগুলো সেরা ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে?
JioFibre-এর ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান অফার: এর জন্য আপনাকে প্রত্যেক মাসে খরচ করতে হবে ৬৯৯ টাকা। প্রতি মাসে ৩.৩ টিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ফ্রি ফিক্সড লাইন ভয়েস কলিংয়ের কানেকশনও মিলবে। এই প্ল্যানটিও প্রতিমাসে ৩.৩ টিবি ডেটা দিচ্ছে। এতে ফিক্সড লাইন ভয়েস কর্নিং কানেকশন পাওয়া যাবে।
Airtel Xstream Fiber-এর ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান অফার: প্রতি মাসে ৩.৩ টিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ফ্রি ফিক্সড লাইন ভয়েস কলিংয়ের কানেকশনও মিলবে।এছাড়াও এক্সট্রিম প্লে (Xstream Play), অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24|7 Circle) এবং উইঙ্ক মিউজিক (Wynk Music)-এর এক্সট্রা বেনিফিট পাবেন। আপনাকে প্রত্যেক মাসে খরচ করতে হবে ৭৯৯ টাকা।
আরও পড়ুন: WhatsApp-এর ডিলিট করা ম্যাসেজ পড়বেন কীভাবে? জানুন এই সহজ টিপস
BSNL Bharat Fiber-এর ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান: এই প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ৭৯৯ টাকা। এটি ১ টিবি ডাটা অফার করে। এছাড়া ফ্রি ফিক্সড লাইন ভয়েস কলিং এর সুবিধার সাথে ডিজনি+হটস্টার (Disney+Hotstar), সনি লিভ (SonyLIV), জি৫ (ZEE5), ইয়াপ-টিভি (YuppTV)-এর মতো ওটিটি বেনিফিট মিলবে।