শুধু ডুয়ার্স নয়, অল্প খরচে ঘুরে আসুন এই জঙ্গলে ঘেরা অজানা লোকেশনে, পাবেন তরতাজা ফ্রেশনেস

নিউজশর্ট ডেস্কঃ ইতিমধ্যেই বাংলা জুড়ে শীতের হিমেল হাওয়া শুরু হয়েছে। যদিও এখনো কনকনে ঠান্ডা পড়েনি রাজ্যের বহু জেলাতে। তবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সকালবেলা এবং রাত্রিবেলা শীতের পারদ নামতে শুরু করেছে। তবে তাপমাত্রা যাই হোক না কেন শীতকাল মানে খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া, পিকনিক, জমাটি আড্ডা আর সময় বিশেষে রোদ পোহানো। বছরের এই সময়টা সবথেকে বেশি উপভোগ করেন মানুষজন।

ডিসেম্বরের শেষে কয়েকদিনের ছুটি মিলতেই ধারে কাছে ঘুরতে(Travel) চলে যান পর্যটকেরা। অনেকে আবার এই সময়টুকু ঘুরতে যাবার জন্য বছরের শুরুতেই প্ল্যান সেরে ফেলেন। তবে আপনার যদি ঘুরতে যাবার প্ল্যান না হয়ে থাকে এবং নতুন জায়গার হদিশ করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। এই সময় আপনিও পাহাড়ের কোলে গিয়ে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন।

আপনি চাইলে নতুন বছরের আগমন পাহাড়ের কোলেই সেরে নিতে পারেন। আজকে আমাদের এই ডেস্টিনেশন হলো দার্জিলিং-এর(Darjeeling) কাছে একটি গ্রাম রামপুরিয়া(Rampuria Village)। দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যেই এই গ্রাম রয়েছে। এখানকার বাসিন্দাদের মূল জীবিকা হল চাষবাস এবং পশুপালন। আগে এই জায়গাটি সম্পর্কে মানুষের পরিচিতি না থাকলেও ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বাড়ছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের টানে আপনি চাইলে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই মনোরম পার্ক! শীতেই জমিয়ে করুন পিকনিক

সারা বছরে যেকোনো সময় এই পাহাড়ি গ্রামে যাওয়া যায়। তবে অক্টোবর থেকে মে মাসে এখানে যাওয়ার জন্য সেরা সময়। কারণ এই সময় গেলে চারিদিকে ঘন সবুজ অরণ্য দেখতে পাবেন। দেশের অন্যতম পুরনো অভয়ারণ্য সেঞ্চল এখানেই রয়েছে। এখানে গেলে ম্যাগনোলিয়া, অর্কিড, রডোডেনড্রন, এই গাছগুলোর সঙ্গে দেখা হবে আপনার। সঙ্গে দেখতে পারবেন বার্কিং ডিয়ার, ভাল্লুক সহ একাধিক বন্যপ্রাণীর দেখা। এখান থেকে বেশ কিছু জায়গা সাইড সিন করতে পারেন। এখান থেকে ঘুরে আসতে পারেন লামাহাট্টা, তিনচুলে, এবং পেশক।

কিভাবে যাবেন?
প্রথমে ট্রেনে করে এনজিপি পৌঁছে যান। সেখান থেকে শেয়ার গাড়িতে চলে যান ঘুম। তারপর সেখান থেকে মাত্র ১৪ কিলোমিটার পথ পেরোলে পৌঁছে যাবেন রামপুরিয়া গ্রামে, এভাবে গেলে আপনার খরচ অনেকটাই কমবে।
কোথায় থাকবেন?
এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। যেখানে আপনি থাকা এবং খাওয়া দুটোই সেরে নিতে পারবেন।

Papiya Paul

X