এক মাস রিচার্জ করে মিলবে ৩ মাস সুবিধা, বছর শেষে দুর্দান্ত অফার Jio-র, সঙ্গে মিলবে ক্যাশব্যাক

নিউজশর্ট ডেস্কঃ বছরের প্রত্যেক সময়ই গ্রাহকদের মন জয় করতে নিত্যনতুন রিচার্জ প্ল্যান(Recharge Plan) নিয়ে আসে রিলায়েন্স জিও(Jio)।  উৎসবের মরশুমেও একটার পর একটা ধামাকা প্ল্যান নিয়ে এসেছে মুকেশ আম্বানির এই সংস্থা। আর এবার নতুন বছর শুরু হওয়ার মুখে অফার নিয়ে এসেছে জিও। আর এই অফারে গ্রাহকরা বেশ খানিকটা সাশ্রয় করতে পারবেন বলে মনে করা হচ্ছে। কারণ এখানে নির্দিষ্ট প্ল্যানের সঙ্গে ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু প্ল্যানের সঙ্গে মিলছে, এক্সট্রা ডেটাও। চলুন তাহলে বিস্তারিতভাবে এই সম্পর্কে জেনে নিই।

৮৬৬ টাকার প্ল্যান সাথে ক্যাশব্যাক: এই ৮৬৬ টাকার ত্রৈমাসিক প্ল্যান রিসার্চ করলে গ্রাহকদের ৫০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে জিও। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। এই প্ল্যানে প্রত্যেকদিন ২ জিবি ডেটা এবং নির্দিষ্ট ইউজারদের জন্য আনলিমিটেড ৫জি। এর সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমার মতো প্লাটফর্মের ফ্রী সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানের বৈধতা তিন মাসের জন্য।

আরও পড়ুন: রোজ ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং, Jio, Airtel, BSNL, VI ১৯৯ টাকার প্ল্যানে কে সেরা?

৩৯৯ টাকার প্ল্যানে বিনামূল্যে ডেটা দিচ্ছে Jio: এই প্ল্যানে ৩৯৯ টাকার রিচার্জ প্লানের সঙ্গে ৬১ টাকা মূল্যের ডেটা ভাউচার দেওয়া হচ্ছে। অর্থাৎ ৬ জিবি করে ডেটা ফ্রি দেওয়া হচ্ছে। এরসাথে প্রত্যেক দিন ৩ জিবি ডাটা, আনলিমিটেড ৫জি ডেটা এবং সমস্ত নেটওয়ার্কের আনলিমিটেড কলিং ও রোজ ১০০ টি করে এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত। এই প্ল্যানের সঙ্গে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন থাকবে।

২১৯ টাকার প্ল্যানে মিলবে ২ জিবি ডেটা ফ্রি: এই প্ল্যানের মেয়াদ থাকবে ১৪ দিন পর্যন্ত। এক্ষেত্রে প্রত্যেকদিন ৩ জিবি ডাটা এবং আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যায়। আগের দুটো প্ল্যানের মতো এই প্ল্যানেও কমপ্লিমেন্টারি জিও অ্যাপের অ্যাক্সেস পাবেন। এর সাথে বর্তমানে এই প্ল্যানে বিনামূল্যে ২ জিবি ডাটা দেওয়া হচ্ছে।

Papiya Paul

X