১০ বছরে টাকা হবে ডবল! LIC-র এই স্কিমে কিভাবে রাতারাতি হবেন লাখপতি? জেনে নিন

নিউজশর্ট ডেস্কঃ ইনকামের পাশাপাশি মোটা টাকা সঞ্চয় করার জন্য সাধারণ মানুষ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। আর বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের সবথেকে ভরসাযোগ্য জায়গা হল ব্যাঙ্ক এবং পোস্ট অফিস। যদিও বর্তমান সময়ে ব্যাঙ্ক(Bank) এবং পোস্ট অফিস(Post Office) ছাড়াও মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটেও বিনিয়োগ করছেন বহু মানুষ। আপনি চাইলে এই ইকুইটি মার্কেটে নিজের অর্থ বিনিয়োগ করে মোটা টাকা কামিয়ে নিতে পারেন।

ভবিষ্যতে ভালো রিটার্ন পাবার ইচ্ছা থাকলে এলআইসির(LIC) SIIP-তে বিনিয়োগ করতে পারেন। এই যোজনার ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল এখানে কিস্তিতে টাকা জমা করা যাবে। আর ম্যাচুরিটির পর দ্বিগুণ টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক মানুষই এই এসআইপি সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না। এই এসআইপি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইন্সুরেন্স প্ল্যান যেটি একটি ইউনিট লিংকড ইন্সুরেন্স প্ল্যান।

এখানের রিটার্ন আপনার মার্কেটের উপর নির্ভর করে থাকে। আর এক্ষেত্রে বিনিয়োগের সঙ্গে বীমা সুরক্ষার সুবিধা পাওয়া যায়। এই ইনভেস্টমেন্ট প্ল্যানে মিউচুয়াল ফান্ড ও জীবন বীমা দুটোর সুবিধায় পাওয়া যায়। আর এক্ষেত্রে বিনিয়োগের টাকা সেই সংস্থার ইকুইটি, সরকারি বন্ড ও সিকিউরিটিজে ইনভেস্ট করা যায়। আর এখানে অর্থ বিনিয়োগ করলে গ্রাহকদের চারটি আলাদা আলাদা অপশন দেওয়া হয়। এ অপশনগুলো হল বন্ড ফান্ড, ব্যালেন্স ফান্ড, সিকিওর্ড ফান্ড ও গ্রোথ ফান্ড।

আরও পড়ুন: মাসের শেষে টাকার দরকার! তুলে ফেলুন PF-র টাকা, সবথেকে সহজ পদ্ধতি জেনে নিন

তবে এক্ষেত্রে পলিসি হোল্ডার একটি বন্ড সিলেক্ট করার পর পরবর্তীকালে সেটি অন্য ফান্ডে বদলাতে পারবেন। এখানে সব থেকে বেশি রিটার্ন গ্রোথ ফান্ড দিয়ে থাকে। এর কারণ হলো এই ফান্ডের প্রায় ৮০ শতাংশ শেয়ার বাজারে ইনভেস্ট করা হয়ে থাকে। যদি কোন ব্যক্তি ১০ বছরের জন্য এসআইপিতে প্ল্যান নিয়ে গ্রোথ ফান্ডে বিনিয়োগ করে থাকেন। তাহলে প্রত্যেক বছর এক লক্ষ টাকা জমা করলে দশ বছরের মোট ১০ লক্ষ টাকা জমা হবে। এক্ষেত্রে ম্যাচুরিটিতে যদি ১৫ শতাংশ গ্রোথ হিসেবে পান তাহলে আপনি পেতে পারেন ১৯.৩ লক্ষ টাকা।

Papiya Paul

X