নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে স্মার্টফোন তত বেশি উন্নত হচ্ছে। উন্নত প্রযুক্তির নিত্যনতুন জিনিস স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। কিছু কিছু স্মার্টফোনে আবার এত সুন্দর ছবি তোলা যায় যা ক্যামেরার কাজ করে ফেলছে। এখন বহু মানুষ নিজের ফোনেই অসাধারণ ফটো এডিট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু একসময় ছিল যখন ইন্টারনেটের এত জনপ্রিয়তা ছিল না তখন নিজেদের ফটো এডিটিং(Photo Editing) করার জন্য স্টুডিওতে যেতে হতো।
ষ্টুডিওর ক্যামেরা ভাড়া করে ফটোগ্রাফি করা হত। আর সেক্ষেত্রে অর্থের বিনিময়ে এডিটিং করতে হতো। এখন সেই জায়গাটা পুরোপুরি দখল নিয়ে নিয়েছে স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে এখন অনেক রকমের ফটোশপ অ্যাপ থাকে, যার মাধ্যমে যে কোন ছবিকে দুর্দান্ত ভাবে এডিটিং করা যায়। আর এই এডিটিং করে এখন প্রচুর মানুষ লাখ লাখ টাকা উপার্জন করছেন। এই প্রতিবেদনে ফটো এডিটিং বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো।
আপনিও যদি খুব সুন্দর ফটো এডিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই গুণকে নিজের কাজ ব্যবহার করতে পারেন। কাস্টমারের পছন্দের মত ফটো এডিটিং করতে দিলে তার বিনিময়ে পয়সা পাওয়া যায় এবং আপনি যত সুন্দর কাজ করবেন তত বেশি আপনার জনপ্রিয়তা বাড়বে আর এভাবেই ধীরে ধীরে অনলাইন এবং অফলাইনে দুই জায়গা থেকে কাজ করে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে পারেন।
আরও পড়ুন: কোনোদিন হবে না লোকসান, ব্যবসা শুরু করার সাথেই ইনকাম শুরু, মাসে ইনকাম কয়েক লাখ
এক্ষেত্রে প্রত্যেক মাসে কম করে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব হয়। এরপরে যত চাহিদা বাড়বে তখন হাজারের পরিবর্তে লাক পর্যন্ত ইনকাম করা যায়। তবে ফটো এডিটিং করার আগে এই স্কিল সম্পর্কে বিস্তারিত আগে জেনে নেওয়া দরকার জেনে নেওয়া দরকার l কোন ছবিতে কি অ্যাপ দিলে কি রকম হবে এরপর আপনি ইন্টারনেটে বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করে সেই ফটোগুলোকে সুন্দর করে এডিট করতে পারেন। আপনাদের সুবিধার্থে বিভিন্ন রকমের অ্যাপ যেমন Snapseed, PicsArt, Adobe Photoshop, Colour Maker, Pic Shot ইত্যাদি ব্যবহার করতে পারেন।