নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশের এক নম্বর টেলিকম সংস্থা হিসাবে নিজেদের জায়গা পাকাপাকি করে নিয়েছে রিলায়েন্স জিও(Jio)। বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া সকলের থেকে সবথেকে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে এই কোম্পানির। আর গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নিত্যনতুন রিচার্জ প্ল্যান(Jio New Plan) নিয়ে আসে এই সংস্থা। আর তাই অন্যান্য টেলিকম সংস্থাগুলোর প্ল্যানের তুলনায় জিওর প্ল্যানগুলো অনেক বেশি হওয়ায় মানুষের মন জয় করে নিয়েছে।
সম্প্রতি জিও একটি ৭৫ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যেখানে আনলিমিটেড কলিং সহ ডেটারও সুবিধা রয়েছে। তবে এই প্ল্যানটি সকল গ্রাহকদের জন্য নয়, শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্যই এই প্ল্যানটি চালু করা হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্ল্যান কাদের জন্য বৈধ রয়েছে এবং কি কি সুবিধা পাওয়া যাবে?
রিলায়েন্স জিওর ৭৫ টাকার প্ল্যানের সুবিধা পাবেন শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীরা। আসলে এই কোম্পানি Jio Prime ফোন যারা ব্যবহার করছেন তাদের জন্য এই প্ল্যানটি চালু করেছে। এই ফোনটির জন্য কোম্পানি কিছু বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে। তার মধ্যে একটি হলো ৭৫ টাকার রিচার্জ প্ল্যান। অ্যামাজনে এই ফোনটির দাম রাখা হয়েছে ২,৫৯৯ টাকা। আপনিও এই ফোনটি কিনে এই রিচার্জটি করে ফেলতে পারেন।
কি সুবিধা রয়েছে ৭৫ টাকার রিচার্জ প্ল্যানে?
এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং এবং এসএমএস ও ডেটার সুবিধা রয়েছে। তবে প্ল্যানের বৈধতা রয়েছে ২৩ দিন পর্যন্ত। এই ২৩ দিনে আপনি আনলিমিটেড কলিং, ৫০ টি এসএমএস এবং ২.৫ জিবি ডেটা পাবেন।
এই ফোনের ক্ষেত্রে আরও একটি প্ল্যান রয়েছে যেটির মূল্য ৯১ টাকা। এই প্ল্যানে আপনি প্রতিদিন আনলিমিটেড কলিং, এসএমএস এবং ১০০ এমবি করে ডাটা পাবেন আর এর সাথে এই প্ল্যানে জিও অ্যাপের সুবিধা ও নিতে পারবেন।