নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন প্রায় প্রত্যেক মাসেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) হুড়োহুড়ি। তাই স্বাভাবিকভাবেই একটা সিরিয়ালকে জায়গা দিতে জায়গা ছাড়তে হয় কোন না কোন চলতি সিরিয়ালকে। সদ্য জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরপর দু’দুটি সিরিয়াল। যার মধ্যে একটি হল ‘আলোর কোলে’ আরেকটি হল ‘মিঠি ঝোড়া’।
এসবের মধ্যেই এসে গিয়েছে জি বাংলার আরও একটি নতুন সিরিয়াল ‘কোন গোপনের মন ভেসেছে’-র প্রোমো। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে এই ধারাবাহিকের টাইমস স্লট। জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রণজয় বিষ্ণু অভিনীত এই নতুন সিরিয়াল শুরু হতে চলেছে আগামী ১৮ই ডিসেম্বর থেকে।
রাত সাড়ে আটটার স্লটে এই সিরিয়েলকে জায়গা দিতেই এবার শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাঙা বউ’ (Ranga Bou)। ২০২২ সালের ডিসেম্বর মাসেই টেলিভিশনের পর্দায় প্রথম শুরু হয়েছিল পর্দার কুশ-পাখির সফর। এবার বছর ঘুরতেই সেই ডিসেম্বর মাসেই শেষ হতে চলেছে তাদের পথ চলা। তবে আচমকা সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ পর্দার রাঙা বউ অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das)।
রাঙা বউ শেষ হওয়ার খবরে সিলমোহর দিয়ে হিন্দুস্তান টাইমস বাংলায় পর্দার পাখি বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা। খুব ভালো স্মৃতি নিয়ে শেষ হচ্ছে, এই প্রোজেক্টটা থেকে অনেক কিছু শিখলাম। তবে মন তো নিঃসন্দেহে খারাপ।’ কিন্তু কথায় আছে ‘দ্য শো মাস্ট গো অন!’ তাই শত মন খারাপের মধ্যেই এখন জোরকদমে চলছে রাঙা বউয়ের শেষ কয়েকটা পর্বের শ্যুটিং।
আরও পড়ুন: TRP তালিকায় ছক্কা মারবে স্টার জলসা, আসছে নতুন সিরিয়াল ‘দোলনা ঘর’, নীলের বিপরীতে কে জানেন?
তবে আচমকা সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় আক্ষেপ স্পষ্ট অভিনেত্রীর গলায়। শ্রুতির কথায়, ‘সব সিরিয়াল শেষ হলেই আক্ষেপ তো হালকা থেকেই যায়। কেউ চায় না প্রোজেক্ট বন্ধ হয়, মন খারাপ থেকে যেটা হয় আর কী। আরও বেশিদিন চললে ভালো হত, সেটা মনে হয়। বিরাট কিছু না-পাওয়া এমনটা নয়।’
পরিচালক তথা স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ‘ত্রিনয়নী’র হাতে ধরেই অভিনয় জগতে প্রথম হাতেখড়ি হয়েছিল শ্রুতির। তারপর এই নিয়ে স্বর্ণেন্দুর পরিচালনায় দ্বিতীয় সিরিয়ালে অভিনয় করছেন শ্রুতি। পরিচালক হিসাবে কেমন শ্রুতির বর? এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন , ‘ও খুব একটা আমাকে বকে না। ভুল করলে বকে। তিন বছর পর ওর সঙ্গে কাজ করলাম। আশা রাখব খুব শিগগির আবার ওর সঙ্গে কাজ করব। পরিচালক স্বর্ণেন্দু সেরাদের মধ্যে অন্যতম’।