নিউজশর্ট ডেস্কঃ ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল(Bharti Airtel) গ্রাহকদের মন জয় করার জন্য নিত্যনতুন রিচার্জ(Recharge Plan) নিয়ে আসছে। সম্প্রতি এয়ারটেল ৮৬৯ টাকা দামের একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। আসলে কোম্পানি তাদের ৮৩৯ টাকা দামের প্ল্যানের কিছু গুরুত্বপূর্ণ বেনিফিট সহ ৮৬৯ টাকা প্ল্যানে নিয়ে যাওয়া হচ্ছে। আসল কথা হল কোম্পানি তাদের পুরনো প্ল্যানটিকে দাম বাড়ানোর জন্য নতুনভাবে নতুন প্ল্যানের মাধ্যমে সেটিকে পেশ করেছে।
চলুন তাহলে এয়ারটেলের ৮৬৯ টাকা দামের প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানো হলো-
Airtel-এর ৮৬৯ টাকা প্ল্যান:
১) মূলত এটি কোম্পানি তাদের আগের ৮৩৯ টাকা দামের প্ল্যানটিকে নতুনভাবে নতুন প্ল্যান হিসেবে পেশ করেছে।
২) এই প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি করে ডাটা পাওয়া যায়।
৩) এই প্ল্যানটিতে গ্রাহককে তিন মাসের জন্য Disney+ Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
৪) এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা মিলবে।
৫) এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ৫জি ডাটা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এই প্ল্যানে Apollo 24|7 Circle, ফ্রি হ্যালো টিউন্স এবং উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন মিলবে।
৬) এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন পর্যন্ত থাকবে।
আরও পড়ুন: রোজ ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং, Jio, Airtel, BSNL, VI ১৯৯ টাকার প্ল্যানে কে সেরা?
Airtel-এর নতুন নেটফ্লিক্স প্ল্যান:
এবার এয়ারটেল নেটফ্লিক্স (বেসিক) সাবস্ক্রিপশন সহ একটি নতুন ওটিটি প্ল্যান নিয়ে এসেছে। যেটির দাম ১৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি এয়ারটেলের প্রথম প্ল্যান যেটি রিচার্জ করলে বিনামূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৮৪ দিন।
এই প্ল্যানে প্রত্যেকদিন আনলিমিটেড ভয়েস কল মিলবে। এর সাথে প্রতিদিন ১০০ টি এসএমএস, প্রতিদিন ৩ জিবি আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে এয়ারটেল থ্যাংকস বেনিফিট যেমন অ্যাপোলো 24|7 সার্কেল, ফ্রি হ্যালো টিউন্স এবং উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন মিলবে।