লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ, এই স্কিমে প্রতি মাসে ৪০০০ টাকা দিলে রিটার্ন মিলবে ১০ লাখ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ এখন আর শুধু ব্যাঙ্ক বা পোস্ট অফিস নয়, অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে বহু মানুষই শেয়ার মার্কেট এবং এসআইপির দিকে নজর দিয়েছেন। আপনারও যদি ভবিষ্যতে একটা বিশাল অঙ্কের টাকা রিটার্ন পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনি অবশ্যই এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে(Systematic Investment Plan)SIP বিনিয়োগ করতে পারেন। কিন্তু এখন তো বহু মানুষ এই জিনিসটি সম্পর্কে বিস্তারিত জানেন না।

আজকের এই প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এইখানে বেশি রিটার্ন থাকে, সেরকম ঝুঁকিরও সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থা যদি ঠিক থাকে এবং আপনি কতটা ঝুঁকি দিতে পারবেন সেই বুঝে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। সুনির্দিষ্ট ও সুচিন্তিত পরিকল্পনা থাকলে মিউচুয়াল ফান্ড আপনাকে মোটা টাকা রিটার্ন দিতে পারে।

বেশি টাকা উপার্জন করতে চান তাহলে দীর্ঘমেয়াদি প্ল্যানে বিনিয়োগ করাই ভালো। যদি কেউ কিছু বছর পর ১৫ লক্ষ টাকা রিটার্ন পেতে চান, তাহলে তাকে প্রত্যেক মাসে অন্ততপক্ষে ৪ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। ১৩ বছরের জন্য তাকে এই বিনিয়োগ চালু রাখতে হবে। এটা করতে পারলে বার্ষিক রিটার্ন ১২% হয়ে যাবে। এই মিউচুয়াল ফান্ডে চক্রবৃত্তি হারে সুদ পাওয়া যায়। তাই নিয়মিত দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়।

আরও পড়ুন: মাসে মাসে অল্প টাকা ইনভেস্ট করলেই মিলবে প্রচুর টাকা, পোস্ট অফিস নিয়ে এসেছে ধামাকা প্ল্যান

এটি বাজারের ওঠা নামার উপর খুব একটা প্রভাব পড়ে না কিন্তু যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকেন  তাহলে সেক্ষেত্রে মোটা টাকা রিটার্নের সম্ভাবনা থাকে। আপনি চাইলে প্রত্যেক মাসে ১০০ টাকা বিনিয়োগ করেও ভালো রিটার্ন পেতে পারেন। ধরুন একটি সংস্থার মিউচুয়াল ফান্ডের NV হল ১০০ টাকা। এই ফান্ডে আপনি যদি ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে এই কোম্পানির ১০০ টি ইউনিট পাবেন।

যদি কোন ব্যক্তি প্রত্যেক মাসে ৪০০০ টাকা করে প্লানের অধীনে বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি প্রায় ১০ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। এই ক্যালকুলেটরের হিসেবেও খুব সহজে করা যায়। একজন ব্যক্তি প্রত্যেক মাসে ৪০০০ টাকার SIP করার সিদ্ধান্ত নিয়েছে। আর তিনি ১১ বছর ধরে প্ল্যান চালিয়ে যেতে চান। মেয়াদ শেষে তিনি ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন। তবে এই পরিমাণ অর্থ রিটার্ন পাবার জন্য প্রত্যেক বছর ১২ শতাংশ রিটার্ন পেতে হবে। তাহলে গিয়ে আপনার বিনিয়োগের অর্থ দাঁড়াবে ১০,৯৮,৪৫৯ টাকা।

Papiya Paul

X