নিউজশর্ট ডেস্কঃ দেশে বহু মানুষ প্রতিদিন নিজেদের নিত্যদিনের যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের ওপর ভরসা করে থাকেন। কারণ ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এমনকি ট্রেনে ভাড়া অনেক কম থাকে যাতে সুবিধা হয় সাধারণ মানুষের। যতদিন এগোচ্ছে সাধারণ যাত্রীদের কথা ভেবে ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে নিত্যনতুন পরিষেবা আনা হচ্ছে।
তবে এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় টিকিট পাওয়া নিয়ে সমস্যা শুরু হয়। হঠাৎ করে যদি কোন জায়গায় যাওয়ার জন্য আপনার টিকিট লাগে সেক্ষেত্রে টিকিট না পেলে ট্রেনে ভ্রমণ করা যায় না। কারণ ট্রেনে ভ্রমণ করতে গেলে টিকিট কাটা বাধ্যতামূলক। অনেক সময় অনেকের মনেই এই প্রশ্ন থাকে খুব জরুরী কাজে যদি টিকিট না পাওয়া যায়, তাহলে কি টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যাবে?
অনেকেই আবার বিনা টিকিটে এরকম ভাবেই ভ্রমণ করে থাকেন। তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি টিটির নজরে আসেন তাহলে কিন্তু খুব ফ্যাসাদে পড়বেন। এক্ষেত্রে ফাইন দিতে হবে। শুধু ফাইন কেন অনেক সময় অপরাধ যদি গুরুতর হয় তখন সেক্ষেত্রে জেল হতে পারে। আর এখন থেকে শুধুমাত্র ফাইন ভরলেই রেহাই পাওয়া যাবে না।
আরও পড়ুন: গ্রাহকদের ঝক্কির দিন শেষ! এবার নতুন সিম নিতে ফর্ম পূরণ নয়, নতুন নিয়ম আনল DOT
অনেকেই হয়তো জানেন না যে রেলের নতুন নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি যদি বিনা টিকিটে ভ্রমণ করে থাকেন তাহলে সে ক্ষেত্রে তাকে ২৫০ টাকা জরিমানা দিতে হয়। এর সাথে তিনি কত কিলোমিটার যাত্রা করেছেন সেই দূরত্ব অনুযায়ী টিকিটের দামও দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ এই টাকাটা দিতে চান না।
ফলে এবার থেকে কোন ব্যক্তি যদি এই জরিমানার টাকা না দেন তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে রেলওয়ে প্রটেকশন ফোর্সের হাতে তুলে দেওয়া হবে এবং রেলওয়ে আইনের ১৩৭ নম্বর ধারা অনুযায়ী তাকে আটক করা হবে। আবার কিছু ক্ষেত্রে যদি সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় তাহলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।