নিউজশর্ট ডেস্কঃ ভারতবর্ষের ধনী ব্যক্তিদের কথা উঠলে সবার প্রথমে নাম উঠে আসে মুকেশ আম্বানি(Mukesh Ambani) এবং গৌতম আদানির(Gautam Adani)। কিন্তু আজকের এই প্রতিবেদনে এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করব, যিনি চলতি বছরে টাকা উপার্জনের ক্ষেত্রে সকলকে ছাপিয়ে গিয়েছেন। এই ব্যক্তির ব্যবসা ১০,০০,০০০ কোটি টাকার মূলধন অতিক্রম করেছে। শুনতে অবাক লাগলেও এই ঘটনা একেবারেই সত্যি।
সোমবার ৪ ডিসেম্বর, বাজাজ গ্রুপ বাজারে মূলধনের সীমা অতিক্রম করেছে এবং পঞ্চম স্থানে উঠে আসতে পেরেছে। এই বছর বাজাজ অটো এখনো পর্যন্ত গ্রুপের মোট মূল্যায়নে প্রায় ৭৫ হাজার কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে যা সকলকে চমকে দিয়েছে। আবার বাজাজ ফাইন্যান্স তার বাজার মূলধনের প্রায় ৬০ হাজার কোটি টাকা যোগ করেছে। এই সাফল্যের পুরো কৃতিত্বই ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাজিব বাজাজকে(Rajiv Bajaj) দেওয়া হয় কারণ তিনি বাজাজ অটোর এর সাফল্যের জন্য একমাত্র ব্যক্তি।
আজকের এই প্রতিবেদনে এই রাজীব বাজাজ সম্পর্কে আপনাদেরকে জানাবো। ১৯৬৬ সালের ২১ ডিসেম্বর ভারতে জন্ম নেন রাজীব বাজাজ। পুনের আকুর্দির সেন্ট উরসুলা হাই স্কুলে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর ১৯৮৮ সালে তিনি পুনে বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর ২০০৫ সালে বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর হন। এরপর তিনি পালসার রেঞ্জের মোটরসাইকেল চালু করেন, যা কোম্পানিকে সাফল্যে পেতে সাহায্য করে।
আরও পড়ুন: টিকিট ছাড়া আর ট্রেনে ভ্রমণ নয়, এবার জরিমানার সাথে হতে পারে জেলও, নিয়মে বদল রেলের
প্রয়াত রাহুল বাজাজের ছেলে হলেন রাজীব বাজাজ। যিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যুর আগে অবধি মর্যাদাপূর্ণ বাজাজ গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস ছিলেন। প্রসঙ্গত, আদানি গ্রুপ (Adani Group) এবং HDFC ব্যাংকও চলতি বছরে ভালো বাজার মূলধন অতিক্রম করতে পেরেছে। এদিকে ৪ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাজাজ অটোর মূল্য ১.৭৫ লক্ষ কোটি টাকা।