Travel

ভিসা ছাড়াই ঘুরে আসুন বিদেশ! ভারতের এই প্রতিবেশী দেশ ভারতীয়দের জন্য দিচ্ছে সুবর্ণ সুযোগ

নিউজ শর্ট ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর শ্রীলঙ্কাকে (Srilanka) ‘ভারত মহাসাগরের মুক্ত’ বলা হয়। ভ্রমণ পিপাসু বাঙালিও এখন মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়ছেন বিদেশেও। এই তালিকায়  ইদানিং যোগ হয়েছে ভারতের প্রতিবেশী দেশ  শ্রীলঙ্কাও। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে ভারতীয় ঐতিহাসিক গুরুত্ব সবমিলিয়ে কম বাজেটে বিদেশ ভ্রমণের আদর্শ জায়গা শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় এমন কিছু গ্রাম আছে যেখানে গেলে হঠাৎ করে মনে হতে পারে যেন বাংলার কোন গ্রামে চলে এসেছেন। শ্রীলঙ্কার চারদিকে ঘিরে রয়েছে ভারত মহাসাগর। দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পর্বত। ২০০০ বছরের পুরনো প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। এবার শ্রীলঙ্কা ভ্রমণের জন্য এক বড়োসড় ঘোষণা করেছে সেদেশের সরকার।

এতদিন শ্রীলঙ্কা ভ্রমণ করতে গেলে বিদেশীদের ভিসার (Visa) প্রয়োজন হতো। কিন্তু এবার থেকে ভারতীয়দের (Indians) জন্য তো বটেই সেই সাথে মোট সাতটি দেশের পর্যটকদের ভিসা ছাড়াই শ্রীলঙ্কা যাওয়ার অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে সে দেশের মন্ত্রিসভা। ভারত ছাড়াও বিনা ভিসায় শ্রীলঙ্কা ভ্রমণের দেশগুলির তালিকায় রয়েছে চীন, রাশিয়া,মালয়েশিয়া,জাপান,ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।

শ্রীলঙ্কা,Srilanka,ভিসা ফ্রি,Visa Free,ভারত,India,৭ দেশ,7 Country,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

এই ৭ দেশেরপর্যটকরা এবার থেকে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার মন্ত্রিসভায় তরফে জানানো হয়েছে এই দেশ গুলির পর্যটকরা শ্রীলংকার ভ্রমণের জন্য বিনামূল্যে ভিসা পাবেন। গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ভারত থেকে প্রায় ৩০ হাজার পর্যটক গিয়েছেন শ্রীলঙ্কায়। তাই  ২৬ শতাংশ পর্যটক নিয়ে এই তালিকার প্রথম স্থানে রয়েছে ভারত। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। বলা হচ্ছে বছরের ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই শ্রীলঙ্কা ভ্রমণের সেরা সময়। 

আরও  পড়ুন: মাটিতে নয়, আলু ফলবে আকাশে, এই পদ্ধতিতে চাষ করলে ইনকাম হবে লাখ লাখ টাকা

শ্রীলঙ্কা,Srilanka,ভিসা ফ্রি,Visa Free,ভারত,India,৭ দেশ,7 Country,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

কিভাবে শ্রীলঙ্কায় যাবেন?

প্রত্যেক রবিবার কলকাতা থেকে শ্রীলংকা যাওয়ার বিমান পাওয়া যায়। এছাড়া  দিল্লি থেকে সরাসরি শ্রীলঙ্কা যাওয়ারও ফ্লাইট পাওয়া যায়। দূরত্ব প্রায় ৩৫৮০ কিলোমিটার। এছাড়াও চেন্নাই থেকে জাহাজে করেও শ্রীলঙ্কা যাওয়া যায়। ঐতিহাসিক দিক দিয়ে সমৃদ্ধ শ্রীলঙ্কায় ইংলিশ এবং হিন্দিতে কথা বলা যায়। এই দেশের সাথে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির দারুন মিল রয়েছে। তাই এবার শ্রীলঙ্কা ভ্রমণের আগে ফ্লাইট বা হোটেলের ব্যবস্থা করার প্রয়োজন হলেও আর দরকার হবে না ভিসার।

Avatar

anita

X