ঝামেলা-ঝক্কির দিন শেষ, কলকাতায় চালু উবের এসি বাস পরিষেবা! ভাড়া কত জানেন?

নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে অ্যাপ ক্যাবের(Cab) চাহিদা তত বাড়ছে। আরাম করে কলকাতা শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য যাত্রীদের অন্যতম পছন্দ এই অ্যাপ ক্যাব। বর্তমানে এই অ্যাপ ক্যাবের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল উবের(Uber)। বহুদিন ধরে যাত্রীদের সুন্দর পরিষেবা দিয়ে আসছে এই উবের। এখানে যাতায়াতের ক্ষেত্রে একদিকে যেমন আরামে সফর করা যায় ঠিক তেমনি বেশ মোটা টাকা খরচও হয়।

তবে এবার যাত্রীদের আরাম করে সফরের পাশাপাশি কম টাকা খরচ করে যাতায়াতের সুবিধা করে দিল উবের। গত কয়েক মাস ধরেই উবেরের তরফ থেকে শহরে এসি বাস(AC Bus) চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। আর এই নিয়ে বারে বারে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়। অবশেষে দীর্ঘ আলোচনার পরে উবের এসি বাস পরিষেবা চালু করা হচ্ছে কলকাতায়।

এবার যাত্রীরা খুব কম খরচের মধ্যে আরাম করে যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, বাস কখন আসবে এবং তার পরিপ্রেক্ষিতে আগে থেকেই সিট বুকিং করে রাখা যাবে। আসলে বাসের রিয়েল টাইম ট্রাকিং অ্যাপের মধ্যে দেখতে পাওয়ার ফলে যাত্রীদের দীর্ঘক্ষন ধরে অযথা অপেক্ষা করতে হবে না। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে কলকাতায় কোন কোন রুটে উবের-এর এসি বাস পরিষেবা চালু হচ্ছে?

আরও পড়ুন: এসি ট্রেনে তো চড়েছেন! ট্রেনের এসি কামরায় তাপমাত্রা ‘কত’ থাকে জানেন?

উবের সংস্থার তরফ থেকে এখন তিনটি রুটে এই বাস পরিষেবা চালু করা হয়েছে। এই তিনটি রুট হল রানিকুঠি থেকে নিউ টাউন, জোকা থেকে নিউ টাউন, ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ। এই তিন রুটে যাওয়া-আসা দুই ক্ষেত্রেই পরিষেবা পাওয়া যাবে।

আর সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে শহরের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই পরিষেবা নেওয়ার জন্য যাত্রীদের ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ-এর জন্য মোটামুটি খরচ হতে পারে ১৯৫ টাকা এবং রানীকুঠি থেকে নিউটাউনের জন্য খরচ সেই ১৯৫ টাকা আবার জোকা থেকে নিউটাউনের খরচ ১৯৫ টাকা হবে বলে জানানো হয়েছে।

Papiya Paul

X