নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েকদিন পর। তারপরেই চালু হয়ে যেতে পারে নিউ গড়িয়া-রুবি লাইনের(New Garia To Ruby) মেট্রো। আর এই মেট্রোর(Kolkata Metro) ঘন্টায় গতিবেগ থাকবে ৮০ কিলোমিটার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ শে ডিসেম্বর উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো স্টেশন।
আর এই ৫.৪ কিলোমিটার পর্যন্ত মেট্রো রাস্তার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিনকে প্রধানমন্ত্রীর কলকাতায় আসার কথা রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো লাইনে প্রথম বার ট্রায়াল চালানো হয়ে গেছিল। আর তারপরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়ে যায় এই মেট্রো পরিষেবা।
যদিও ছাড়পত্র পাবার তিন মাসের মধ্যে পরিষেবা শুরু হয়নি। এরপরেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার ট্রায়াল রান শুরু করা হয়। একাধিকবার এই ট্রায়াল রান চলে। সূত্র বলছে, এই ২৪ ডিসেম্বর উদ্বোধনের দিন মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষকে সমস্ত কিছু তৈরি রাখার কথা নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ওই সময় ওই লাইনের যে সমস্ত মেট্রো কর্মীদের অন্যান্য জায়গায় পাঠানো হয়েছিল তাদেরকেও এই লাইনের কাজের জন্য ফেরত নিয়ে আসা হয়েছে।
২৪ শে ডিসেম্বর থেকে পরিষেবা শুরু হলেও প্রথমদিকে জোকা থেকে তারাতলা লাইন পর্যন্ত মেট্রো চালানো হবে। এত তাড়াতাড়ি নর্থ থেকে সাউথ মেট্রো করিডর এর মত মেট্রো মিলবে না। এক্ষেত্রে অপেক্ষা করতে হবে মেট্রোর জন্য। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সরকারি ভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো লাইনে স্টেশনে যে কয়টি স্টেশন পড়বে সেগুলি হল: পাঁচটি স্টেশন আছে – কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ও অজয়নগর), কবি সুকান্ত (অভিষিক্তা ক্রসিং) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়)। অর্থাৎ এই লাইনে মোট পাঁচটি স্টেশন পড়বে।