Travel

Travel: কলকাতার বুকেই রয়েছে এক টুকরো আদিবাসী গ্রাম! এই শীতেই সপরিবারে সেরে ফেলুন পিকনিক

নিউজ শর্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে একটাই প্রশ্ন ‘ঘুরতে যাচ্ছেন না কেন’? যা দেখে কেউ বলছেন টাকা নেই, তো কেউ বলছেন ছুটি নেই। এমনই নানান ধরনের মজার উত্তরে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু আজ আপনাদের শহরের কংক্রিটের জঙ্গলের মধ্যেই এমনই এক গ্রাম্য পরিবেশের সন্ধান দেবো যেখানে গেলে টাকা কিংবা ছুটি চাপ থাকবে না কোনটারই।

শীতকাল পড়তেই ঘুরতে যেতে মন চাইছে সকলেরই। এই ছুটিতে একদিনেই ঘুরে আসতে পারেন নিউটাউনের মধ্যে থাকা ছোট্ট এক টুকরো আদিবাসী গ্রাম থেকে। ইদানিং শীতের কলকাতায় পার্ক স্ট্রিটকেও চাপিয়ে যাচ্ছে নিউটাউনের (New Town) জনপ্রিয়তা। ছোট বড় সকলেই এখন বেড়ানোর কথা উঠলেই নাম নিচ্ছেন নিউটাউনের।

ইতিমধ্যেই ইকোপার্ককে কেন্দ্র করে একাধিক ছোট ছোট পর্যটন হাব তৈরি হয়েছে নিউটাউনে। এবার এই তালিকায় নবীনতম সংযোজন হলো নিউটনের ইকো আরবান ভিলেজ (Eco Urban Village)। শহরের মধ্যে থাকা এই ছোট্ট গ্রামে গেলে পাবেন বিনোদনের ভরপুর আয়োজন। বাচ্চা থেকে বড় সকলের জন্যই একেবারে আদর্শ এই পিকনিক স্পট।

পিকনিক স্পট,Picnic Spot,ইকো আরবান ভিলেজ,Eco Urban Village,নিউটাউন,Newtown,সপ্তাহান্তের টুর,Weekend Tour,একদিন,One Day,শীতকাল,Winter,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

এই ইকো আরবান ভিলেজ গ্রামে ঢুকতে গেলে প্রবেশ মূল্য হিসেবে দিতে হবে দশ টাকা। সকাল ন’টা থেকে বিকেল ছ’টা পর্যন্ত এই জায়গায় থাকা যাবে।  এখানেই রয়েছে একটি আদিবাসী মিউজিয়াম। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রার একটি ধারণা পাওয়া যাবে এই মিউজিয়ামে।  আদিবাসীদের হাতে আঁকা ছবিও রাখা হয়েছে নিউটাউনের এই মিউজিয়ামে।

আরও পড়ুন: হাড়কাঁপানি ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে, পারদ নামবে ৯-এ, সতর্ক করলো আবহাওয়া দপ্তর

পিকনিক স্পট,Picnic Spot,ইকো আরবান ভিলেজ,Eco Urban Village,নিউটাউন,Newtown,সপ্তাহান্তের টুর,Weekend Tour,একদিন,One Day,শীতকাল,Winter,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

এখানে গেলেই মনে হবে যেন হঠাৎ করে কোন এক আদিবাসী গ্রামের এসে পড়েছেন। সপ্তাহান্তে ছুটির দিনে মন চাইলেই ঘুরে আসা যাবে এই শহুরে গ্রাম থেকে। কেউ চাইলে রান্নাবান্না করে পিকনিক করতে পারেন এই ইকো আরবান ভিলেজে। কেউ চাইলে ২০০০ টাকা দিয়ে ঘরভাড়াও নিতে পারেন। তবে বাইরে থেকে এখানে বিরিয়ানি বা রুটি জাতীয় ভারী খাবার এনে খাওয়ার অনুমতি নেই। তবে প্যাকেট জাতীয় খাবার আনা যেতে পারে।

পিকনিক স্পট,Picnic Spot,ইকো আরবান ভিলেজ,Eco Urban Village,নিউটাউন,Newtown,সপ্তাহান্তের টুর,Weekend Tour,একদিন,One Day,শীতকাল,Winter,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

তা না হলে বাইরে থেকে কেউ খেয়ে এখানে ঘুরে যেতে পারেন। এই ইকো আরবান ভিলেজে বাচ্চাদের খেলার সরঞ্জামের পাশাপাশি অন্যতম মূল আকর্ষণ এখানকার জিমের ব্যবস্থা। তাই এই শীতের ছুটিতে পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে একবার গেলে নিরাশ হবেন না আপনিও। মাঝে মধ্যেই এখানে শুটিং হয় জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানেরও। 

Avatar

anita

X