নিউজ শর্ট ডেস্ক: শীতকাল (Winter) মানেই আর মন বসে না ঘরেতে। তাই শীতকালেই দেশ জুড়ে বাড়তে থাকে পর্যটকদের ভিড়। কিন্তু বছর শেষে ছুটি আর বাজেট দুটোই এখন খুবই কম। তাই এই কম বাজেটেই ঘুরতে যাওয়ার পাশাপাশি এবার মিটবে পিকনিক করার শখ। একই সাথে ঘুরতে যাওয়া এবং পিকনিক (Picnic) করার শখ পূরণ করতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই দশটি সেরা পিকনিক স্পটের (Picnic Spot) হদিশ। আসুন তাহলে বিস্তারিত জানা যাক কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এমনই দশটি জনপ্রিয় পিকনিক স্পট সম্পর্কে।
নিউ দীঘা (New Digha): সমুদ্রপ্রেমীরা সুযোগ পেলেই ছুতে যান দীঘা। তাই পিকনিকের জন্যও হাতে যদি দু-একদিনের ছুটি থাকে তাহলে এই শীতেই চলে যেতে পারেন নিউ দীঘায়। সমুদ্রের ধারে দ্বিগুণ বেড়ে যাবে পিকনিকের মজা। হৈহুল্লোড়,খাওয়া দাওয়া করে দিব্যি কেটে যাবে সময়।
মায়াপুর ইসকন মন্দির (Mayapur Iskcon Temple): কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরেই রয়েছে মায়াপুরের পবিত্র ইসকন মন্দির। জলঙ্গি এবং গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই মন্দিরে সারা বছরই ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। চাইলে এই শীতে আপনিও ঘুরতে যেতে পারেন এই মন্দিরে। ভগবানের দর্শন আর চড়ুইভাতি দুই’ই হবে একসাথে।
মাইথন (Maithon): হাতে দু-একদিনের ছুটি পেলেই ঘুরে আসুন মাইথন থেকে। পিকনিকের সাথেই হয়ে যাবে ছোট্ট একটা ট্রিপও। তাই কলকাতা থেকে কাছেই এই এই জায়গাটিতেই সারতে পারেন পিকনিক।
আরও পড়ুন: বন্দে ভারত নিয়ে বড় ঘোষণা ভারতীয় রেলের! আরও চওড়া হল আম জনতার মুখের হাসি
দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage): শীতের আমেজ গায়ে মেখেই টুক করে ঘুরে আসুন দুর্গাপুর ব্যারেজ থেকে। ঘুরতে গেলে এখানকার মনরোম পরিবেশে মন ভালো হয়ে যাবে আপনারও।
কল্যাণী পিকনিক গার্ডেন (Kalyani Picnic Garden): এই শীতে শহরবাসীর চড়ুইভাতির জন্য সেরা জায়গা হল কল্যাণীর পিকনিক গার্ডেন। গাড়িভাড়া করে কিংবা ট্রেনে চেপে বাড়ি থেকেই খাবার রান্না করে নিয়ে গিয়েই এখানে সেরে ফেলতে পারবেন পিকনিক।
গাদিয়াড়া (Gadiara): কলকাতা থেকে দু-আড়াই ঘণ্টার দূরত্বেই রয়েছে গাদিয়াড়া। মনোরম সুন্দর একটি পিকনিক স্পটে গেলে আপনার তো বটেই মন ভালো হয়ে যাবে বাড়ির কচিকাঁচাদেরও। শীতের মরশুমে বহু পরিবার পিকনিক করতে আসেন এখানেই।
গড়মান্দারণ (Gar Mandaran): সবুজের মাঝে চড়ুইভাতি করার আদর্শ জায়গা গড়মান্দারণে। কামারপুকুর থেকে ঘাটালের রাস্তায় প্রায় ৩ কিলোমিটার গেলেই আপনি হারিয়ে যাবেন সবুজের দেশে।
আরও পড়ুন: ভুলে যাবেন দার্জিলিং, কনকনে ঠান্ডায় বেড়িয়ে আসুন এই অজানা পাহাড়ি গ্রামে, দেখা মিলবে বরফের
গড়চুমুক (Garchumuk): কলকাতা থেকে কাছে পিঠের পিকনিক স্পট হিসেবে দারুন জনপ্রিয় জায়গা গড়চুমুক। হাওড়ার শ্যামপুকুরের এই স্থানে গেলে জমে যাবে চড়ুইভাতি।
বাকসি (Bakshi): হাওড়ার আরও একটি জনপ্রিয় পিকনিক স্পট হল বাকসি। বাগনান থেকে বাসে করে গেলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য বাকসিতে।
পানিত্রাস (Panitras): কোলাঘাটের ঠিক আগের স্টেশনই হল দেউলটি। এখন থেকেই অটো নিয়ে ঘুরে আসতে পারেন পানিত্রাস থেকে। একেবারে নদীর ধরেই অবস্থিত এই জায়গাটি পিকনিক করার জন্য বেশ জনপ্রিয়।