নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের(Bengali Serial) জনপ্রিয় অভিনেতা ‘ইচ্ছেপুতুলে’র(Iccheputul) জিষ্ণু তথা শমীক চক্রবর্তী(Shamik Chakraborty)। এই ধারাবাহিকে কাজ করে দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বলাই বাহুল্য, এই হ্যান্ডসাম অভিনেতা এখন মেয়েদের ক্রাশ হয়ে উঠেছেন। তবে শুধুমাত্র সুদর্শন চেহারার জন্য নয় তার দুর্দান্ত অভিনয়ের জন্যই প্রশংসিত হন দর্শকমহলে। সম্প্রতি অভিনেতাকে একটি পডকাস্টে ইন্ড্রাস্ট্রির গোপন তথ্য প্রকাশ করতে দেখা গিয়েছে।
এই টলিউড ইন্ড্রাস্ট্রিতে তিনি নতুন নন, দেখতে দেখতে বেশ কয়েকটা বছর তিনি এখানে কাটিয়েছেন। তাই ভালো এবং মন্দ দুটোই অভিজ্ঞতা হয়েছে তার। কাস্টিং কাউচ থেকে শুরু করে প্রতারণা, ক্যারিয়ারে গডফাদারের উপস্থিতি সমস্ত কিছু নিয়েই খোলামেলা আলোচনা করেছেন জিষ্ণু। তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছে তাদের বিশেষ করে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
কোন রকম লুকোচুরি না করেই তিনি বলেন, ছেলেদের ক্ষেত্রে ‘অর্থ’ এবং মেয়েদের ক্ষেত্রে ‘শোওয়া’ এই দুটো জিনিসের রমরমা ইন্ডাস্ট্রিতে রয়েছে। যাদের মধ্যে সত্যিই কাজ করার ইচ্ছে এবং প্রতিভা রয়েছে তারা এই রকমের চক্র থেকে নিজেদেরকে ঠিক বাঁচিয়ে দিতে পারেন। আসলে কোন গডফাদার কিংবা প্রযোজক শিল্পীদের কাছে এমন কাজের জন্য জোর করেন না। কিন্তু তারা শুধুমাত্র প্রস্তাব দেন। আর এই প্রস্তাবে রাজি হয়ে অনেক তারকা আজকে যারা বাড়ি-গাড়ি করে ফেলেছেন।
অভিনেতা জানিয়েছেন যে তাকেও একবার একটি বিখ্যাত সংস্থার মুখ হওয়ার জন্য এবার অফার দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা নিজের প্রতিভার ওপর আস্থা রেখে সেই অফার ফিরিয়ে দেন। এ পাশাপাশি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া নায়ক- নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে কথা তিনি আলোচনা করেছেন। শমীক বলেন, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ফলোয়ারের বিচারে তারকা নির্বাচন করা হয়।
বেশ কিছুদিন আগেই মীরের সঙ্গে মন্টি রায়ের কাজ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অভিনেতা নিজেও স্বীকার করেন যে এখন আর্টিস্ট নির্বাচনের ক্ষেত্রে অভিনয় নয়, তার জনপ্রিয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় বেশি। এর পাশাপাশি শুধু জনপ্রিয়তাই নয় অভিনেতা হওয়ার জন্য চেহারাটাও বেশ গুরুত্বপূর্ণ । তিনি বলেন যে অনেক সময় নির্মাতাদের মনে হয় যে কোন অভিনেতা-অভিনেত্রীকে দর্শকদের পছন্দ হচ্ছে না। তখন তারা সিরিয়ালের মাঝপথ থেকেই তাদেরকে বাদ দিয়ে দেয়। তবে অভিনেতা-অভিনেত্রীরা এই কাজ করতে পারে না। সেক্ষেত্রে একটি চুক্তি বাধা হয়ে দাঁড়ায়।