নিউজ শর্ট ডেস্ক: টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। এখনকার দিনে যেকোনো বাংলা সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টার্গেট রেটিং পয়েন্ট অর্থাৎ টিআরপি (Target Rating Point)। তাই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আসতেই টিআরপির রেজাল্ট জানার জন্য উদগ্রীব হয়ে ওঠেন বাংলা সিরিয়ালের সমস্ত কলাকুশলী থেকে শুরু করে দর্শক সকলেই। কারণ এখনকার দিনে টিআরপি-ই সব। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল বিরাট চমক।
সবাইকে হারিয়ে আরও একবার বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জ্যাস সান্যাল ওরফে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। এই সপ্তাহে ৮.৩ নম্বর নিয়ে সেরার শিরোপা ছিড়ে নিয়েছে সে। আর জগদ্ধাত্রীর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের পর্ণা। সৃজন-পর্ণার তুলকালাম বিয়ের পর্ব দেখিয়ে এই সপ্তাহে ৮.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু।
তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় সবচেয়ে বড় চমক দিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘কথা’ (Kotha)। এই নতুন ধারাবাহিকটি প্রথম সপ্তাহেই টিআরপি তালিকার সেরা পাঁচে উঠে এসে তাকে লাগিয়ে দিয়েছে সবাইকে। তবে টিআরপি তালিকায় এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। এই সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯।
আর তারপরেই চতুর্থ স্থানে রয়েছে ‘গীতা এলএলবি।’ এই সপ্তাহে এই সিরিয়ালটি ৭.৮ স্কোর করেছে। আর তারপরেই ৭.১ নম্বর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে নতুন সিরিয়াল কথা এবং স্টার জলসারই আরো এক জনপ্রিয় সিরিয়াল ‘তুঁতে’। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’কে সরিয়ে আবারও স্লট লিডার হয়েছে স্টার জলসার ‘তোমাদের রানী।’
আরও পড়ুন: চরিত্র ফাইনাল হয়েও বাদ পড়েছেন! ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মিষ্টি বৌদি রাজন্যা
এই সপ্তাহে ইচ্ছে পুতুল ধারাবাহিক ৫.৮ নম্বর নিয়ে দশম স্থানে ছিটকে গিয়েছে। অন্যদিকে ‘তোমাদের রানী’ ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। এছাড়া গীতা এলএলবির কাছে হেরে যাচ্ছে জি বাংলার আরো এক জনপ্রিয় সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’। এই সপ্তাহে ৬.৭ নম্বর নিয়ে সপ্তম স্থানে রয়েছে জি বাংলার কার কাছে কই মনের কথা সহ স্টার জলসার আরও দুই জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘সন্ধ্যা তারা’। আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের গোটা টিআরপি তালিকা।
প্রথম – জগদ্ধাত্রী ৮.৩
দ্বিতীয় – নিম ফুলের মধু ৮.২
তৃতীয় – ফুলকি ৭.৯
চতুর্থ – গীতা LLB ৭.৮
পঞ্চম – কথা এবং তুঁতে ৭.১
ষষ্ঠ – তোমাদের রাণী ৭.০
সপ্তম – কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা এবং অনুরাগের ছোঁয়া ৬.৭
অষ্টম – Love বিয়ে আজকাল ৬.৩
নবম – রাঙা বউ এবং জল থই থই ভালোবাসা ৬.১
দশম – ইচ্ছে পুতুল ৫.৮