নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের(Bengali Serial) ক্ষেত্রে এখন টিআরপি(TRP) শেষ কথা। আর এই টিআরপির দৌলতে প্রবল প্রতিযোগিতায় নেমেছে জি বাংলা(Zee Bangla)-স্টার জলসা(Star Jalsa)। আর এই টিআরপি লড়াইতে সেরা হওয়ার জন্য একে অপরকে টেক্কা দিতে গিয়ে নিত্যনতুন সিরিয়াল নিয়ে আসছে এই চ্যানেলগুলো। তবে দেখা যাচ্ছে এই বারবার নতুন নতুন সিরিয়াল আনার ফলে দর্শকরা দেখার বদলে উল্টে সিরিয়াল দেখা বন্ধ করে দিচ্ছেন।
এর ফলে তড়তড়িয়ে নেমে যাচ্ছে টিআরপি। কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় রাত ৮ টার স্লটে শুরু হয়েছিল ‘তুমি আশে পাশে থাকলে’। ভূত এবং কমেডির মেলবন্ধন নিয়ে গড়ে তোলা হয় এই সিরিয়ালের গল্প। শুরুর সপ্তাহে টিআরপি তালিকায় ভালো নম্বর তুলতে পারলেও এরপর এতগুলো সপ্তাহ পেরিয়ে গেল তবুও টিআরপিতে ভালো রেজাল্ট করতে পারেনি এই সিরিয়াল। অপরদিকে জি বাংলার ‘নিম ফুলের মধু’ দুর্দান্ত রেজাল্ট করছে।
ঠিক একই অবস্থা জি বাংলার ক্ষেত্রেও। কিছুদিন আগেও এই চ্যানেলে একটি নতুন ভুতের সিরিয়াল শুরু হয়েছে যেটির নাম ‘আলোর কোলে’। রাত ৯ টার স্লটে এই সিরিয়াল দেখানো হয়। এর বিপরীতে রয়েছে স্টার জলসার ‘জল থৈথৈ ভালোবাসা’। বলাই বাহুল্য স্টার জলসার সঙ্গে টক্করে হেরে যাচ্ছে আলোর কোলে। আর এবার সমস্ত পরিস্থিতি দেখে এই দুটো সিরিয়ালই বন্ধের দাবি করেছেন এক দর্শক।
কেউ কেউ আবার তার এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন যে আলোর কোলে, তুমি আশে পাশে থাকলে এই দুটো সিরিয়াল শেষ করে দেওয়া উচিত। আর নাহলে রাতে অন্য কোন স্লটে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ দুটো চ্যানেলেরই টিআরপি নষ্ট হচ্ছে। তার মতে স্টার জলসার প্রাইম টাইম দখল করে রয়েছে তুমি আশেপাশে থাকলে। অন্যদিকে জি বাংলার সেমী প্রাইম টাইম দখল রয়েছে আলোর কোলের জন্য।
তাই এই দুটো সিরিয়াল বন্ধ করে কিংবা সময় পরিবর্তন করা উচিত। টিআরপি তালিকায় এই দুটো সিরিয়াল মোটেই ভালো ফলাফল করতে পারছে না। তবে এই মন্তব্যের পর অনেকেই তাকে সমর্থন জানিয়েছে। কেউ কেউ অবশ্য বিরোধিতা করেছেন। তবে সে যাই হোক টিআরপি তালিকায় উন্নতি করতে না পারলে চ্যানেল যেকোনো সময় সিরিয়াল বন্ধ করে দিতে পারে বা স্লট বদল করে দিতে পারে। এক্ষেত্রে এই সিরিয়ালের ক্ষেত্রে কি করবে সেটা সময় বলবে।