Bengali Serial

Bengali Serial: তলানিতে ঠেকেছে TRP, বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার এই জনপ্রিয় দুই সিরিয়াল!

নিউজশর্ট ডেস্কঃ টিআরপি(TRP) তালিকাতে ভালো রেজাল্ট করতে না পারলেই সেই সিরিয়াল(Bengali Serial) বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। এখন সিরিয়ালের ভাগ্য পুরোটাই নির্ভর করে টিআরপির ওপর। এই টিআরপি তালিকাতে জায়গা না পাওয়ার জন্য বিগত কয়েক মাস ধরে বহু সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। বলা ভালো, সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে জি বাংলা(Zee Bangla) এবং স্টার জলসার কর্তৃপক্ষ।

একটা সিরিয়াল বন্ধ হলেও নতুন অনেক সিরিয়াল এসেছে চলতি বছরে। এবার বছর শেষে এসে আরও দুটো ধারাবাহিক বন্ধ হওয়ার খবর সামনে এসেছে। জানা গিয়েছে, জি বাংলার দুটি সিরিয়াল খুব শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে। বিগত কয়েক বছর আগেও এক একটি ধারাবাহিক ২ থেকে ৩ বছর চলতো কিন্তু এখন টিআরপি না থাকলে একটি ধারাবাহিকের সময়সীমা থাকে কোনটির দু’মাস কোনটির ছ’মাস কোনটি আবার মেরেকেটে এক বছর।

দর্শকদের চাহিদা পূরণ করতে না পারলে সেই ধারাবাহিক বন্ধ করে দিচ্ছেন প্রোডাকশন হাউজ। আর পুরনো ধারাবাহিকের জায়গায় চলে আসছে নতুন ধারাবাহিক। এবার জি বাংলার পর্দায় যে দুটো ধারাবাহিক শেষ হওয়ার কথা শোনা যাচ্ছে তার মধ্যে একটি ধারাবাহিক হল ইচ্ছেপুতুল। যদিও এর আগে বহুবার এই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে এসেছে। কিন্তু এর আগে টাইম স্লট পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে এই ধারাবাহিকের।

Icche Putul

আরও পড়ুন: Icche Putul: এটাই শেষ নেগেটিভ চরিত্র! দর্শকদের কাছে লাগাতার অপমানিত হয়ে বড় সিদ্ধান্ত ‘ময়ূরী’ শ্বেতার

এবার শোনা যাচ্ছে, ইচ্ছেপুতুলের গল্প যেভাবে এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি এই সিরিয়াল শেষ হতে চলেছে। চলতি বছরে এই সিরিয়াল শেষ না হলেও আগামী বছরের শুরুতেই এই সিরিয়াল শেষ হয়ে যাবে। তবে ইচ্ছেপুতুলের শেষে মেঘ এবং নীলের মিল  দেখার অপেক্ষায় রয়েছে দর্শকেরা। ইচ্ছেপুতুল ছাড়াও জি বাংলার আরেকটি ধারাবাহিক রয়েছে যেটি শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Zee Bangla Mili

মাত্র কয়েক মাস আগে জি বাংলার পর্দা শুরু হয়েছে ‘মিলি’। শুরু থেকেই এই ধারাবাহিক কিছুতেই জনপ্রিয়তা অর্জন করতে পারছে না। তাই মাত্র দু’মাসের মধ্যেই এই ধারাবাহিককে সেমি প্রাইম টাইম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কিছুতেই ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারছে না। আর এই কারণেই এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রোডাকশন হাউজ।

আরও পড়ুন: Geeta LLB: মাত্র ২০ বছর বয়সেই দারুন সফল! ব্যক্তিগত জীবনে আক্ষেপের সুর গীতা LLB-র গলায়

যদিও ইচ্ছেপুতুল এবং মিলি কবে বন্ধ হবে সেই সম্পর্কে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে নতুন কোন ধারাবাহিকের প্রোমো না আসা পর্যন্ত এই ধারাবাহিকগুলো শেষ হচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত জি বাংলার তরফ থেকে কোন মন্তব্য প্রকাশ করা হয়নি।

Papiya Paul

X