নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্ত জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ধারাবাহিকের শুরু থেকেই দুই বান্ধবী পর্ণা-রুচিরা (Parna-Ruchira) চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী পল্লবি শর্মা আর অভিনেত্রী সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty)। তবে টিআরপি টপার এই সিরিয়ালে এখন প্রত্যেক সপ্তাহেই থাকছে নিত্যনতুন চমক। সদ্য দত্তবাড়ি ইশা মুক্ত হয়েছে ঠিকই। কিন্তু সিরিয়াল থেকে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে বিদায় হয়নি ইশা। তাই পর্ণার জীবন নরক করে তুলতে আরও এক ভয়ানক প্ল্যান করে ফেলেছে সে।
তাই এবার ইশার চক্রান্তে খুব তাড়াতাড়ি সিরিয়ালে আসছে আরও এক নতুন টুইস্ট। সদ্য প্রকাশ্যে এসেছে নিম ফুলের মধুর একটি ধামাকা প্রোমো। সেখানে দেখা যাচ্ছে রুচিরা মিত্রের খুনের জন্য পুলিশ গ্রেফতার করেছে সাংবাদিক আলোক পর্ণা দত্তকে। তখন পর্ণা নিজের মনে মনে জগু দাদাকে বলছে ‘এটা তুমি কি করলে জগু দাদা? আমি যে নির্দোষ।’এরপর পর্ণা সৃজনের কোথা মনে করতেই দেখা যায় সৃজন ফিল্মি স্টাইলে বাইক নিয়ে হিরোর মতো এন্ট্রি নিচ্ছে আদালত চত্বরে।
তবে রুচিরা খুন হওয়ার ঘটনা সামনে আসার পর থেকেই বেশ চিন্তায় রয়েছেন দর্শক। দর্শকদের একাংশের অনুমান সিরিয়ালে বোধ হয় এবার পুরোপুরি শেষ হতে চলেছে রুচিরা চরিত্রে অভিনেত্রী সৌমি চক্রবর্তীর অভিনয়। তাই কিন্তু সত্যিই কি তাই?এ বিষয়ে সত্যিটা জানার জন্য সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল রুচিরা অভিনেত্রী সৌমি চক্রবর্তীর সাথে।
জবাবে অনুরাগীদের আশ্বস্ত করেই হাসিমুখেই অভিনেত্রী জানান ‘না, আমি সিরিয়াল ছাড়ছি এমনটা নয়। একটা নর্ম্যাল স্টোরি এসেছে যে গুণ্ডারা আমাকে গুলি করে দিচ্ছে। আমি আবার বেঁচে ফিরব, মরে যাচ্ছি এমনটা নয়। পর্ণা আমাকে উদ্ধার করবে’।তাই এখন দেখার প্রিয় বান্ধবী রুচিরাকে কিভাবে প্রাণে বাঁচাবে পর্ণা?
আরও পড়ুন: শেষ রক্ষা হল না! মন্ত্রীর ছেলের গুলিতে মৃত্যুর মুখে রুচিরা, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব
প্রসঙ্গত পর্দায় পর্ণা আর রুচিরার বন্ধুত্ব একেবারে সুপারহিট! কিন্তু বাস্তবে তাঁদের সম্পর্কটা ঠিক কেমন? এপ্রসঙ্গে সৌমি বলেছেন ‘খুব ভালো বন্ডিং। অনস্ক্রিনে দর্শক যেমনটা দেখে, অফস্ক্রিনেও তেমনই। পল্লবীদি তো নিজের মেকআপ রুমে থাকেই না। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করা, আড্ডা মারা,সবই চলে। খুব হইহই করে কাজটা করি। পর্ণার সঙ্গে শুধু আমার নয়, সবার বন্ডিং খুব ভালো। যখন সময় পাই আমাদের গান-বাজনার আসর বসে। খুব মজা হয়’।
তবে জানলে অবাক হবেন একসময় নাকি সৌমি নিজেই এই রুচিরা চরিত্রে অভিনয় করতে চাননি। এপ্রসঙ্গে এদিন মুখ খুলেছিলেন অভিনেত্রী।তিনি বলেছেন ‘আমাকে যখন প্রথম অফার করা হয় চরিত্রটা হিরোইনের বান্ধবী হিসাবে আমি করতে চাইনি। কিন্তু আমাকে সকলে উৎসাহ দিয়েছেন এটা করার জন্য। তাঁরা বলেছিল, চরিত্রটা খুব ভালো হবে। আস্তে আস্তে গল্প এগানোর পর দেখলাম সত্যি তাই। তারপর জনপ্রিয়তা পেল, মানুষের মন জয় করল। এখন খুব ভালো লাগছে’।