Travel

Travel: বেড়িয়ে পড়ুন লোকাল ট্রেনেই, কলকাতার কাছেই আছে ‘মিনি নিউজিল্যান্ড’, থাকতে পারবেন পাতাল ঘরে

নিউজশর্ট ডেস্কঃ শীতকাল মানেই বাঙালীদের ঘুরতে(Travel) যাওয়ার জন্য মন আনচান করতে শুরু করে। আর তাই বছরের এই সময় যেকোনো পর্যটক কেন্দ্রগুলোতে ভিড় থাকে চোখে পড়ার মতো। সত্যি কথা বলতে শীতকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। অনেকেই এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। কেউ যেমন পাহাড় দেখতে ভালোবাসেন, কেউবা জঙ্গল কিংবা সমুদ্র।

আপনিও কি এই শীতের সময় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তবে ওই একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং বাদ দিয়ে অন্য কোথাও যেতে চাইছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে এমন একটি জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে একবার ঘুরতে গেলে আপনি নিউজিল্যান্ডের মতো অনুভব করবেন। আপনার মনে হবে আপনি নিউজিল্যান্ডে এসে পড়েছেন।

শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এই কথাটি একদমই সত্যি। এই জায়গাটিকে অনেকেই মিনি নিউজিল্যান্ড বলে থাকেন। এখানে হবিট হাউস বলে একটি জায়গা রয়েছে। এই হবিট হাউসকে বাংলায় বলা হয় পাতালঘর। এই কথাটি আপনি নিশ্চয়ই লর্ড অব দ্য রিংস টিভি সিরিজে শুনে থাকবেন। বলাই বাহুল্য, এই জায়গাটির সন্ধান রয়েছে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে।

আরও পড়ুন: Smartphone: দামে কম, মানে ভালো, 50MP ক্যামেরা সঙ্গে দুর্দান্ত ব্যাটারি, বাজারে এলো নয়া 5G ফোন

এর জন্য আপনাকে পুরুলিয়ায় যেতে হবে। এই পুরুলিয়ার একেবারে ঝাড়খন্ড সীমান্তে তৈরি হয়েছে হবিট হাউস বা পাতালঘর। আপনি যদি পুরুলিয়ার দুয়ারসিনি যাওয়ার প্ল্যান করে থাকেন। তাহলে অবশ্যই একবার হবিট হাউস যেতে ভুলবেন না। এই বাড়িটি পুরোটাই মাটির নিচে তৈরি। একটু নিচের দিকে গেলেই আপনি গোলাকার ছোট ছোট ঘর দেখতে পাবেন। এমনকি এখানে দরজা এবং জানলাগুলো গোলাকার।

এখানে সাতটি পাতাল ঘর রয়েছে। এখানে থাকতে হলে গ্রীষ্মকালে আপনার গরম লাগবে না। আবার শীতকালে ঠান্ডা লাগবে না। এখানে আপনি যদি ডবল শেয়ারিং থাকেন তাহলে ২৫০০ টাকা ভাড়া লাগবে। আর ট্রিপল শেয়ারিং পড়বে ২৬০০ টাকা। এর সাথে আপনি পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার মিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে।

Papiya Paul

X