Weather Today

Weather Today: বছর শেষে পালিয়েছে শীত! ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এই ৩ জেলায়, আবহাওয়ার খবর

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তারপরেই আসছে নতুন বছর। পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে সেভাবে ঠান্ডা পড়েনি রাজ্যজুড়ে। তাপমাত্রা কমার বদলে ঘটেছে তার উল্টোটা। শহরে বেড়ে গিয়েছে তাপমাত্রার পরিমাণ। তবে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই কম আছে।

আর আবহাওয়ার(Weather Update) এই খামখেয়ালিপনার জন্যই বেজায় চটে গিয়েছেন সাধারণ মানুষ। তবে দক্ষিণবঙ্গের ঠান্ডার দেখা না পাওয়া গেলেও উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা বাড়ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

আবার দক্ষিণবঙ্গে বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীত পড়ার কোন সম্ভাবনা নেই। সকাল এবং সন্ধ্যাবেলায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের দেখা পাওয়া যাচ্ছে না। আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে। জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত কলকাতা শহরের স্বাভাবিকের তুলনায় অনেকটাই ওপরে রাতের তাপমাত্রা থাকবে।

South Bengal

আরও পড়ুন: Travel: বেড়িয়ে পড়ুন লোকাল ট্রেনেই, কলকাতার কাছেই আছে ‘মিনি নিউজিল্যান্ড’, থাকতে পারবেন পাতাল ঘরে

তবে নতুন বছরের প্রথম সপ্তাহে পারদ নিম্নমুখী হওয়া আর সম্ভাবনাও রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে আবার ১৫ ডিগ্রির নিচে কলকাতার তাপমাত্রা নামতে পারে। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। কলকাতায় সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হলেও দিনের বেলায় শীতের দেখা পাওয়া যাচ্ছে না।
Weather Update

সকালবেলায় হালকা এবং মাঝারি কুয়াশার দেখা মিলছে। তারপরে আকাশ পুরো পরিষ্কার। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। এখন কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আর কলকাতাতে রাত্রিবেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে থাকবে এখন। আজকে কলকাতা শহরের তাপমাত্রা কেমন?

Weather Update

আরও পড়ুন: Darjeeling: মাত্র ৭৫০০ টাকায় বিন্দাস ঘুরুন দার্জিলিং, দুর্দান্ত ট্যুর প্যাকেজ NBSTC-র, থাকা-খাওয়া নো চিন্তা!

আজকে সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যেটি স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা শহরে তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে যেহেতু নতুন বছরের প্রথম সপ্তাহে আবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখনি সোয়েটার, জ্যাকেট সমস্ত কিছু তুলে রাখবেন না. নতুন বছরের আবার রিটার্ন করতে পারে শীত।

Papiya Paul

X