নিউজশর্ট ডেস্কঃ এখন সারা বিশ্বের মানুষই নতুন বছরকে স্বাগত জানার অপেক্ষায় দিন গুনছেন। আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে নতুন বছর। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর এই উৎসবে মেতে উঠেছে গোটা বিশ্ববাসী। তবে এই পুরো একটা বছর জুড়ে সবথেকে বেশি কিসে আগ্রহ প্রকাশ করেছেন মানুষজন? এই আগ্রহ জানার জন্য সবথেকে ভালো উপায় হল Google Search-এর ফলাফল দেখে নেওয়া।
ভারতের জন্য আলাদা একটি সার্চ লিস্ট তৈরি করেছে Google। সেখানে দেখা গিয়েছে এই বছরে ভারতের সবথেকে বেশি সার্চ করা বিষয় হলো চন্দ্রযান ৩। সত্যি কথা বলতে চলতি বছরে ভারতের ক্ষেত্রে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বলাই বাহুল্য বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের ক্ষেত্রে নিজের নাম তুলেছে ভারতবর্ষ। আর চন্দ্রযান ৩ অভিযান সফল হয়েছে যা সত্যিই প্রশংসনীয়। এমনকি ভারত প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে।
চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় কি কি রয়েছে-
১. চন্দ্রযান-৩
২. কর্নাটক নির্বাচনের ফলাফল
৩. ইজরায়েল সংক্রান্ত খবর
৪. সতীশ কৌশিক
৫. বাজেট ২০২৩
৬. তুরস্কের ভূমিকম্প
৭. আতিক আহমেদ
৮. ম্যাথু পেরি
৯. মণিপুর সংক্রান্ত সংবাদ
১০. ওড়িশা ট্রেন দুর্ঘটনা
আরও পড়ুন: Weather Today: বছর শেষে পালিয়েছে শীত! ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এই ৩ জেলায়, আবহাওয়ার খবর
এর পাশাপাশি আরো যে সমস্ত বিষয়ে সার্চ হয়েছে সেগুলো হল-
১. G20 কী?
২. UCC কী?
৩. ChatGPT কী?
৪. হামাস কী?
৫. ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কী হয়?
৬. চন্দ্রযান ৩ কী?
৭. Instagram থ্রেড কী?
৮. ক্রিকেটে টাইম আউট কী?
৯. আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার কী?
১০. সেঙ্গোল কী?
আর খেলা সংক্রান্ত বিষয়ে সেরা দশের তালিকায় ভারতীয়রা যা যা সার্চ করেছেন-
১. IPL
২. ক্রিকেট বিশ্বকাপ
৩. এশিয়া কাপ
৪. মহিলাদের প্রিমিয়ার লিগ
৫. এশিয়ান গেমস
৬. ইন্ডিয়ান সুপার লিগ
৭. পাকিস্তান সুপার লিগ
৮. অ্যাশেজ সিরিজ
৯. মহিলা ক্রিকেট বিশ্বকাপ
১০. এসএ২০