নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে বহু মানুষের মধ্যেই চাকরি করার তুলনায় ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষেরা মনে করছেন চাকরির তুলনায় সঠিকভাবে ব্যবসা(Business) করতে পারলে বেশি অর্থ উপার্জন করা যায়। তাই অনেকেই অল্প মূলধনের মধ্যে যেমন ব্যবসার সন্ধান করছেন ঠিক তেমনি বহু মানুষ রয়েছেন যারা মোটা টাকা মূলধন নিয়ে নিজেদের স্টার্টআপ ব্যবসা শুরু করে দিয়েছেন।
আপনার মনেও যদি এরকম ছোটখাটো ব্যবসা করার চিন্তাভাবনা থাকে তাহলে আপনিও ব্যবসা শুরু করতে পারেন। তবে মনে রাখবেন ব্যবসা শুরু করব বললেই কিন্তু শুরু হয়ে যায় না। এর জন্য প্রয়োজন হয়েছে সঠিক পদক্ষেপের। কোন ব্যবসার মার্কেটে চাহিদা বেশি ,কোন ব্যবসায় সারা বছরই লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন ব্যবসায় কত মূলধনের প্রয়োজন সমস্ত কিছু আগে জেনে বুঝে তারপর এই ব্যবসায় নামা উচিত।
আজকে এই প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্যবসার সন্ধান(Business Idea) নিয়ে চলে এসেছি আমরা। যেখানে আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। কিংবা খুব বেশি হলে খরচ পড়বে ২০ হাজার টাকা। চলুন তাহলে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকাল বহু মানুষের বাড়িতেই দু চাকা কিংবা চারচাকা গাড়ি রয়েছে। তবে এই গাড়ি শুধু কিনলেই হয় না, সেটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে।
এর পাশাপাশি এখন দেশের দূষণ নিয়ন্ত্রণ আইন বেশ কড়া। তাই নিয়মিত গাড়ির দূষণ পরীক্ষার বিষয়টি সকলের মনে রাখা দরকার। আর আপনি মানুষের এই অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটিকে দিয়েই নিজের ব্যবসা শুরু করতে পারেন। আপনি এই গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে পারেন। এক্ষেত্রে আপনার কমবেশি ২০ হাজার টাকা মতো খরচ হতে পারে। এই ব্যবসা শুরু করতে হলে সবার প্রথমে আপনাকে হাইওয়ের পাশে একটি ছোট্ট জায়গা খুঁজে নিতে হবে।
এবার সেই জায়গা পেয়ে গেলে স্থানীয় পরিবহন দপ্তর বা RTO অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সেখানে গিয়ে আপনাকে একটি ১০ টাকার হলফনামা জমা দিতে হবে। এছাড়া ও রাজ্যভিত্তিক একটি আলাদা ফি থাকে সেটিকেও জমা দিতে হবে। এরপর আপনি লাইসেন্স পেয়ে গেলে একটি মেশিন কিনে একটা ছোট্ট হলুদ কেবিন তৈরি করে নিন। এর বাইরে আপনার লাইসেন্স নাম্বারটা লিখে রাখুন। ব্যাস, তাহলে হয়ে যাবে আপনার ছোট্ট একটি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের দোকান। পরিসংখ্যান বলছে, এই ব্যবসা থেকে আপনি প্রত্যেক মাসে ৫০০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।