নিউজশর্ট ডেস্কঃ এখন ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না সাধারণ মানুষের। তাই গ্রাহকেরা মোটা টাকার রিচার্জ করে থাকেন।এই ইন্টারনেটের জন্য প্রয়োজন হয় মোবাইল ডেটার(Data)। তবে অনেক সময় এই মোবাইল ডেটার লিমিট শেষ হয়ে যায়। তাই আবার অতিরিক্ত ডেটার প্রয়োজন লাগলে রিচার্জ করতে হয়। এই অতিরিক্ত ডেটার জন্য মোটা টাকার রিচার্জ করতে হয়।
তবে এবার গ্রাহকদের সমস্যা দূর করতে তিনটি সস্তা ডেটা ভাউচার অফার নিয়ে এসেছে এয়ারটেল(Airtel)। দেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা এয়ারটেল মাত্র ১৯ টাকা থেকে এই ভাউচারের অফার নিয়ে এসেছে। তবে এই প্ল্যানগুলো শুধুমাত্র একটি সক্রিয় প্রিপেইড বেসপ্ল্যানের সঙ্গে ব্যবহার করা যাবে। চলুন তাহলে এয়ারটেলের এই ডেটা ভাউচার প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১) ১৯ টাকার ডেটা ভাউচার – সবচেয়ে সস্তা এয়ারটেল ডেটা ভাউচারের দাম হলো ১৯ টাকা। এটিতে আপনি ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। আপনার যদি কোন কারণে প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে যায় তাহলে এই অতিরিক্ত ডেটা রিচার্জ করতে পারবেন।
২) ২৯ টাকার ডেটা ভাউচার – এই প্ল্যানটি একদিনের বৈধতার সঙ্গে পাওয়া যায় এবং এক্ষেত্রে আপনি ২ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন।
৩) ৪৯ টাকার ডেটা ভাউচার – হঠাৎ করে আপনার কোন সময় যদি ডেটার প্রয়োজন হয় তাহলে এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনি ৬ জিবি অতিরিক্ত ডাটা পাবেন।