Jio SpaceFibre

Jio Space Fibre: 5G অতীত! এবার ঝড়ের গতিতে চলবে ইন্টরনেট, শীঘ্রই চালু হচ্ছে Jio Space Fibre

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দিয়ে মন জয় করে রেখেছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) রিলায়েন্স জিও(Jio)। অন্যান্য টেলিকম সংস্থাগুলোর সঙ্গে টক্করে এখন অনেকটাই এগিয়ে এই সংস্থা। ২০১৬ সালে ভারতের বাজারে পা রাখার সাথে সাথেই দেশের মানুষের জীবনে ইন্টারনেট একটা বড় জায়গা দখল করে নেয়। ধীরে ধীরে পরিষেবা উন্নত করতে করতে এবার দেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ভাবছে জিও।

নতুন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই টেলিকম সংস্থা ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্রের কাছে তাদের JioSpaceFiber নামক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে। আর এবার অনুমতি মিললেই জিওর স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস দেশে কাজ করতে শুরু করে দেবে।

ইকোনমিক টাইমস-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী জিও খুব শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য ইন স্পেস-এর তরফ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে যেতে পারে। রিলায়েন্স জিও গত বছর তার জিও স্পেসফাইবার প্রযুক্তির কথা প্রকাশে এনেছিল এবং ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে ডেমো জমা দিয়েছিল। আর এবার এই সংস্থাটির নতুন গিগা ফাইবার পরিষেবা দিয়ে গুজরাটের গির, ওড়িশার নবরংপুর, আসামের ওএনজিসি-জোরহাটের মত দূরবর্তী জায়গাতে সংযুক্ত করছে বলেও জানিয়ে দিয়েছিল।

আরও পড়ুন: Jio: আবার বিনামূল্যে মিলবে ইন্টারনেট, আনলিমিটেড কলিং! বড় ঘোষনা Jio-র, ঘুম উড়ল Airtel,Vi-এর

এই সংস্থা তাদের নতুন জিও স্পেস ফাইবার স্যাটেলাইট নেটওয়ার্ক সার্ভিস-এর জন্য সোসাইটি ইউরোপিয়ান ডেস কোম্পানির সঙ্গে কাজ করছে। তবে এই নতুন পরিষেবা চালু করতে কত সময় লাগবে এবং এটির খরচ কেমন হবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

তবে মনে করা হচ্ছে যে একবার জিওর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক অর্থাৎ জিও স্পেস ফাইবার চালু হয়ে গেলে তা অন্য জনপ্রিয় কোম্পানি যেমন ইলনমাস্কের স্টারলিঙ্ক (Starlink), ইউরোস্যাট গ্রুপ (Eurosat Group)-এর ওয়ান-ওয়েব (OneWeb) এবং অ্যামাজন (Amazon)-এর প্রোজেক্ট কুইপার (Project Kuiper)-এর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে। উল্লেখ্য, এই সংস্থাগুলো এখনো ভারতে শুরু হয়নি।

Papiya Paul

X